ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারী খাল দখল করে বিএনপি নেতার ভবন

প্রকাশিত: ০৫:৩২, ১৮ জুন ২০১৬

সরকারী খাল দখল করে বিএনপি নেতার ভবন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভূমি অফিসের কর্মকর্তাদের বাধা ও লিখিত নোটিসকে উপেক্ষা করে ওয়ার্ড বিএনপির সভাপতি কর্তৃক সরকারী খাল দখল করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সাইন বোর্ড ঝুলিয়ে বহুতল পাকা ভবন নির্মাণের কাজ অব্যাহত রাখার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে আ’লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ ধানডোবা এলাকার সাদ্দাম বাজারে। সূত্রমতে, বার্থী ইউনিয়নের টরকী নীলখোলা হতে রাজিহার ভায়া চেঙ্গুটিয়া খালের দক্ষিণ ধানডোবা এলাকার সাদ্দাম বাজারে অতিসম্প্রতি সরকারী খাল দখল করে বহুতল পাকা ভবনের নির্মাণ কাজ শুরু করেন ধানডোবা গ্রামের মৃত মুনসুর হাওলাদারের পুত্র ও বার্থী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন হাওলাদার (৪৫)। স্থানীয়রা জানান, ১৫ দিন ধরে এ বিএনপি নেতা এ নির্মাণ কাজ শুরু করেছেন। সরকারী খাল দখল করে বহুতল পাকা ভবন নির্মাণের ফলে ভবিষ্যতে ওই এলাকার কৃষকদের সেচ-সুবিধাসহ ফসল পরিবহনের একমাত্র মাধ্যম খালটির প্রশস্থতা কমে ভোগান্তি পোহাতে হবে। ফলে স্থানীয় কৃষকরা এ অবৈধ নির্মাণ কাজে বাধা প্রদান করেন। কৃষকদের বাধা উপেক্ষা করে বিএনপি নেতা নির্মাণ কাজ অব্যাহত রাখেন। ফলে কৃষকরা উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন।উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিজানুর রহমান জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ভূমি কর্মকর্তার নির্দেশে তিনি বিষয়টির তদন্তে গিয়ে সত্যতা পাওয়ার পর নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে গত ৫ জুন খোকন হাওলাদারকে লিখিতভাবে নোটিস প্রদান করা হয়। ওই বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, নোটিস পাওয়ার পর ভূমি অফিসের আদেশ উপেক্ষা করে বিএনপি নেতা রাতের আঁধারে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, ৭নং ওয়ার্ড কার্যালয়, ২নং বার্থী ইউনিয়ন ও অঙ্গসংগঠন‘ নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে সাদ্দাম বাজারের ব্রিজের গোড়ায় ১০ ফুট পাশে এবং প্রায় ২০ ফুট লম্বা বহুতল পাকা ভবনের নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। বার্থী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি লক্ষী কান্ত বৈদ্য বলেন, স্থানীয়রা বিষয়টি আমাকে অবহিত করার পর বিএনপি নেতার এ আপত্তিকর কর্মকা-ের তীব্র প্রতিবাদ জানিয়ে সাইনবোর্ড অপসারণ করতে বলা হয়েছে।
×