ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে গোপনে আওয়ামী লীগে ভিড়তে গিয়ে গণপিটুনি খেল শিবির

প্রকাশিত: ০৫:২৭, ১৮ জুন ২০১৬

চট্টগ্রামে গোপনে  আওয়ামী লীগে  ভিড়তে গিয়ে গণপিটুনি খেল শিবির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নিজের পরিচয় গোপন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে ঠাঁই নিতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে এক সময়কার দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজিদ আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ঢুকে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কাছে ঘেঁষার চেষ্টা করলে ছাত্ররা তাকে ধাওয়া দেয়। পরে নাছিরাবাদ এলাকায় গিয়ে তাকে আটক করে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশের ধারণা, বড় ধরনের নাশকতা ঘটাতে বা দেশব্যাপী সাঁড়াশি অভিযানে গ্রেফতার এড়ানোর কৌশল হিসেবে সে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছিল। এ শিবির ক্যাডার এখন জঙ্গী কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, জিয়াউর রহমান নামের একজনকে জামায়াত-শিবির-জঙ্গী ক্যাডার সন্দেহে গণপিটুনি দিয়ে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে। ওই তরুণের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি অস্ত্র মামলাসহ তিনটি মামলা রয়েছে। বিভিন্ন নামে পরিচয় দিলেও তার প্রকৃত নাম সাজিদ আবদুল্লাহ। সে মহসিন কলেজ শিবিরের সাবেক আট দায়িত্বশীলের অন্যতম ছিলেন। বর্তমানে নগর শিবিরের মহানগরী (উত্তর) শাখার সম্পাদক পদে আছেন বলে তিনি জানান। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার জিয়া ২০১৩ সালে যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায়ের পর সহিংসতা চালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়। এরপর পালাতে না পারায় সে গ্রেফতার হয়েছিল। সাজিদ একজন দুর্ধর্ষ প্রকৃতির সংগঠক। সে ফেসবুকে বিভিন্ন ইভেন্ট খুলে নামে বেনামে স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি ছড়াত। চট্টগ্রামে প্রগতিশীল সংগঠন বিশেষ করে আওয়ামী লীগ কেন্দ্রীক বড় ধরনের গোপন মিশন নিয়ে সক্রিয় হয়েছিলেন তিনি। এদিকে শুধু সাজিদ নয়, তার মতো শিবিরের অনেক নেতাকর্মী গ্রেফতার এড়ানোসহ আভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি লক্ষ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঢুকে পড়ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ নগরীর বিভিন্ন ইউনিটে এ ধরনের একাধিক অভিযোগ পাওয়া গেছে। কিছু দিন আগেও চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতার অনুসারী হয়ে থাকা এক শিবিরকর্মীকে শিবিরের চট্টগ্রাম মহানগর অফিস থেকে গ্রেফতার করেছে পুলিশ।
×