ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘু যাজক হত্যা করে সরকারের পতন ঘটানো যাবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৬, ১৮ জুন ২০১৬

সংখ্যালঘু যাজক হত্যা করে সরকারের পতন ঘটানো যাবে  না ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৭ জুন ॥ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎ সংঘ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পা-ে হত্যার প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম খালেদা জিয়া ও জামায়াতের উদ্দেশে বলেছেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান যাজক সেবক ও মুক্তমনা ব্লগারদের হত্যার মাধ্যমে দেশে ভিতিকর পরিস্থিতির সৃষ্টি করে এ সরকারকে পতন ঘটানো যাবে না এবং এ সব করে ক্ষমাতায় ও আসা যাবে না। এদেশে ক্ষমতায় আসতে চাইলে জনগণের ভোট নিয়েই আসতে হবে। আর এ জন্য ২০১৯ সাল পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। সারাদেশে গুপ্ত হত্যার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণœসহ বিদেশীদের কাছে ধন্যা দিয়ে কোন লাভ হবে না। ২০১৪ সালে নির্বাচনে না যেয়ে ভুল আপনি করেছেন এখন গণতান্ত্রিক পথ পরিহার করে আপনি গুপ্ত হত্যায় নেমে দেশে অরাজকতা সৃষ্টি করে সর্বগ্রাসী ভুলের পথ বেছে নিচ্ছেন। এ ভুলের মাসুল যুগযুগ ধরে জনগণের কাছে আপনাকে দিতে হবে। তিনি শুক্রবার বিকেলে ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রম প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজনে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ ও সেবক নিত্যরঞ্জন পা-ের হত্যার প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মোহাম্মদ নাসিম আরও বলেন, বেগম খালেদা গণতান্ত্রিক আন্দোলন পরিহার করে জ্বালাও পোড়াও মানুষ হত্যা করে আওয়ামী লীগকে পরাস্ত করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে এখন টার্গেট কিলিং এর মতো জঘন্য কর্মকা-ের সঙ্গে জড়িত হয়ে পরছেন। তিনি এ হত্যাকারীদের হুশিয়ারি জানিয়ে বলেন এসব করে গণতান্ত্রিক ১৪ দলীয় সরকারকে পতন ঘটানো যাবে না। আমরা জানি একাত্তরের পরাজিত শক্তি ঘাতক জামায়াত-শিবির রাজাকার ও বিএনপি’র প্রশ্রয়ে এ হত্যাকা-ের ঘটনা ঘটাচ্ছে। তিনি নিত্যরঞ্জন পা-ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার দাবি করেন। এর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পাড়া মহল্লায় সন্ত্রাসবিরোধী কমিটি ঘটনের আহ্বান জানিয়ে বলেন, কোন এলাকায় নতুন লোক এলে তার খোঁজ খবর নিতে হবে। সন্দেহ হলে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাতে হবে। জনগণ সচেতন হলে ধর্মের লেবাসধারী জামায়াত-শিবিররা গুপ্ত হত্যা করে পার পাবে না। এ প্রসঙ্গে তিনি মাদারীপুরের কলেজ শিক্ষক হত্যা প্রচেষ্টার উদাহরণ দিয়ে বলেন জনগণই এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে শিবির ক্যাডার। বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাকে এ মিশনে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান-মুসলমান সবার দেশ। এখানে কারও ভয়ভীতির কোন প্রয়োজন নেই। জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেনÑ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সাবেক রাষ্ট্রদূত ড. নিম চন্দ্র ভৌমিক, কমরেড বিমল বিশ্বাস, অসিম কুমার উকিল, শফিউদ্দিন মোল্লা, রেজাউর রহিম লাল, সাইদুর রহমান, ইসমাইল হোসেন, আতাউল হক, ড. রবিন্দ্রনাথ সরকার।
×