ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১১০ বছর গফরগাঁও ইসলামিয়া সরকারী হাইস্কুল

প্রকাশিত: ০৪:২১, ১৮ জুন ২০১৬

১১০ বছর গফরগাঁও ইসলামিয়া সরকারী হাইস্কুল

শতবর্ষের বেশি সময় ধরে ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে পল্লী কবি জসীমউদ্দীনের অন্যতম সাহিত্য সৃষ্টি ‘রুপাই’-এর শিলাসী গ্রামে গফরগাঁও ইসলামিয়া সরকারী হাই স্কুল প্রতিষ্ঠিত। শিলাসী গ্রাম নিবাসী মরহুম মৌলভী নাসিরুদ্দিন খান, ভারইল গ্রাম নিবাসী মৌলভী ছাবেদুল্লাহর প্রচেষ্টায় ১৯০৬ সালে গফরগাঁও ইসলামিয়া ইংরেজী বিদ্যালয় নামে মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার উন্মোচন করা হয়। রাঘাইচটি গ্রাম নিবাসী পরস্পর দুই চাচাত ভাই আহম্মদ আলী ও আবেদ আলী এবং কাজা গ্রাম নিবাসী আব্দুর রহমান- তিন ছাত্র নিয়ে বর্তমান প্রাচীন বটতলায় ছাবেদুল্লাহ বিদ্যালয়ের কাজ শুরু করেন। গফরগাঁও ইসলামিয়া ইংরেজী উচ্চ বিদ্যালয় নামকরণ করায় স্কুল প্রতিষ্ঠার ব্যাপারটি তৎকালীন জমিদাররা সহজে মেনে নিতে পারেনি। ইংরেজী নাম দেয়ায় ওলামা সমাজও ধর্মের দোহাই দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা প্রদান করে। ঠিক এই সময়ে আলীগড় মুসলিম বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। সে সময়ে মুসলিম আন্দোলনের পক্ষে এলাকার বৃহত্তর স্বার্থে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। এ কারণেই মুসলিম জাতীয় নেতা নবাব সলিমুল্লাহ, খান বাহাদুর ইসমাইল, আব্দুল খালেক, মুন্সী ইব্রাহিম খান প্রমুখ বিভাগীয় পরিদর্শকের কাছে বিদ্যালয়ের পক্ষে সুপারিশ করেন। ময়মনসিংহ জেলার সহকারী প্রশাসক মিস্টার সেকসি ১৯০৮ সালে মৌলভী হালিম উদ্দিনের মক্তবটিকে একত্রিত করে গফরগাঁও ইসলামিয়া হাইস্কুল নামে রিপোর্ট বিভাগীয় পর্যায়ে পাঠান। সে রিপোর্টের ভিত্তিতে ১৯১০ সালে গফরগাঁও ইসলামিয়া হাই স্কুলটি সরকারী অনুমোদন লাভ করে। -শেখ আব্দুল আওয়াল, গফরগাঁও থেকে
×