ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হানিফ ফ্লাইওভারের নিচে খানাখন্দ

প্রকাশিত: ০৪:১৬, ১৮ জুন ২০১৬

হানিফ ফ্লাইওভারের নিচে খানাখন্দ

ওপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে রাস্তাজুড়ে খানাখন্দ। এ যেন আলোর নিচে অন্ধকার। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের ১১ কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অংশের যাচ্ছেতাই অবস্থা। অথচ ঈদে ঘরমুখী দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলমুখী মানুষ রাজধানী ছাড়বেন এ পথ দিয়েই। কর্তৃপক্ষ বলছে, টেন্ডার প্রক্রিয়া শেষ না হওয়ায় এ বর্ষা মৌসুমেও হবে না সংস্কারকাজ। তবে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে চলমান থাকবে সাময়িক রক্ষণাবেক্ষণ। রাজধানী ছেড়ে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তিতে নতুন মাত্রা যোগ করবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের অংশের এ বেহাল অবস্থা। ইট-বালু ফেলে সাময়িক মেরামতের চেষ্টা করা হলেও অধরাই থেকে যাচ্ছে কাক্সিক্ষত সুফল। ব্যতিক্রম নয় যাত্রাবাড়ী চৌরাস্তা হয়ে পোস্তগোলা, ডেমরা ও নারায়ণগঞ্জগামী সড়কের অবস্থাও। ২০১৩ সালে উদ্বোধনের পর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের এ সড়কটির সংস্কারকাজ চললেও তা এখনও শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। ঈদের আগে পুরো সড়কটির সংস্কারকাজ শেষ করা না গেলে তা ভোগান্তির বড় কারণ হবে- এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। -স্টাফ রিপোর্টার
×