ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারী হাসপাতালে নানা অনিয়ম

প্রকাশিত: ০৪:১৬, ১৮ জুন ২০১৬

সরকারী হাসপাতালে নানা অনিয়ম

স্টাফ রিপোর্টার ॥ ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য, সিট পেতে ঘুষ লেনদেন, রোগীদের জন্য বরাদ্দ খাবার আত্মসাতসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছেন সরকারী হাসপাতালগুলোর অসাধু কর্মচারীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে রোগীর জন্য বরাদ্দ সরকারী ওষুধ খোলাবাজারে বিক্রি করা। ফলে ভুগতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। তবে অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের আউটডোর। প্রচণ্ড ভিড়ে যেখানে রোগীদেরই দাঁড়ানো কষ্টকর, সেখানে রীতিমতো জটলা বেঁধে রোগীদের প্রেসক্রিপশন দেখছেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। দিনের পর দিন এ কাজ চললেও সেদিকে নজর নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তবে ক্যামেরা আসার পরই হঠাৎ শুরু হলো তাদের তৎপরতা। হাসপাতালের বাইরেই দেখা মিললও নারায়ণগঞ্জের এক দম্পতির। জানালেন, হাসপাতালে সিট পেতে ঘুষ দিতে হয়েছে তাদের। হাসপাতালগুলোতে কান পাতলেই শোনা যায় এ রকম নানা অভিযোগ। তবে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হয় বলে জানালেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ রাশিদুল হাসান। অভিযোগ আছে, বিভিন্ন হাসপাতালে রোগীদের জন্য আসা সরকারী ওষুধও টাকার বিনিময়ে বাইরে পাচার করে দিচ্ছে হাসপাতালের একটি চক্র। র‌্যাবের সাম্প্রতিক কয়েকটি অভিযানে এ রকম বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এ ধরনের অন্যায় কাজের সঙ্গে যারা জড়িত আমরা তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করব।’ এছাড়া বিভিন্ন হাসপাতালে নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি।
×