ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ শহরজুড়ে সংঘবদ্ধ ছিনতাইকারী!

প্রকাশিত: ০৪:১৫, ১৮ জুন ২০১৬

ময়মনসিংহ শহরজুড়ে সংঘবদ্ধ ছিনতাইকারী!

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ শহরবাসী ও পথচারী সাবধান! কারণ আপনার চারপাশেই তৎপর সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র! পথচারী ও যাত্রীবেশে থাকা শহরজুড়ে সংঘবদ্ধ এই ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়ে প্রতিদিন মোবাইল ফোন, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ ও নগদ টাকাপয়সা খুইয়েছেন অনেকে। প্রতিবাদ করলে উল্টো নাজেহালসহ মারধরের শিকার হচ্ছেন ছিনতাইকারী সিন্ডিকেটের হাতে। আবার হাতেনাতে ধরা পড়ে গণধোলাইয়েরও শিকার হচ্ছে ছিনতাকইকারী চক্রের সদস্যরা। শহরের গাঙিনারপাড় ট্রাফিক মোড়, গাঙিনারপাড় ও স্টেশন রোড, পাটগুদাম ব্রিজ মোড়, চরপাড়া মোড়, র‌্যালি মোড়, পাদ্রি মিশন রোড, মাসকান্দা, জেল রোড হচ্ছে ছিনতাইকারীদের স্বর্গরাজ্য! তবে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদের দাবি, নিয়ন্ত্রণেই রয়েছে শহরের ছিনতাই। পুলিশী অভিযানে প্রায়ই ধরা পড়ছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। স্থানীয় সূত্র জানায়,‘ভাই আপনার বাসাবাড়ি কোথায় কিংবা কোথায় যাচ্ছেন-প্রশ্ন করেই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা ঘিরে ধরছে পথচারীকে। শহরের ব্যস্ততম সড়কে ও মোড়ে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা টার্গেটের পথচারীর সাথে আলাপচারিতার আড়ালে ছোরা-ক্ষুরসহ অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নিচ্ছে মোবাইল ফোন ও নগদ টাকাপয়সা কিংবা ব্যাগ। কোন কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইয়ের শিকার হচ্ছেন পথচারী ও শহরবাসী। ময়মনসিংহ শহরজুড়ে সংঘবদ্ধ ছিনতাইকারীর দৌরাত্ম্য বেপরোয়া হয়ে উঠলেও দৃশ্যমান কোন পদক্ষেপ নেই বলে অভিযোগ শহরবাসীর। ছিনতাইয়ের পাশাপাশি পকেটমারের ঘটনাও ঘটছে অহরহ। ভুক্তভোগীদের অভিযোগ, শহরের পুলিশ ও প্রশাসনের নাকের ডগাতেই ঘটছে সবকিছু। শহরের ব্যস্ততম চরপাড়া মোড়ে শনিবার রাতে হাতেনাতে আটকের পর গণধোলাই দিয়ে কালা মিয়া(১৮) নামে এক ছিনতাইকারীকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শহরের মহারাজা রোডে অস্ত্রের ভয় দেখিয়ে এক দোকানির মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই হয়েছে দিনদুপুরে। বিষয়টি শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়িকে অবহিত করে উল্টো হয়রানির শিকার হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক দোকানি। ফলে ছিনতাইয়ের শিকার হয়েও অনেকে থানা পুলিশে যেতে চায় না। যাত্রীবেশে অটোরিক্সায় উঠে সঙ্গের যাত্রীর মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নিচ্ছে ছিনতাইকারীরা। এর বাইরে যাত্রীবেশে অটোরিক্সায় চেপে অটোর চালককে মারধর করে অটোরিক্সাও ছিনতাই হচ্ছে। রয়েছে যাত্রীবেশের বোরকাপরা নারী ছিনতাইকারী। ছিনতাইয়ের এসব ঘটনা ঘটছে খোদ ময়মনসিংহ শহরে, যেখানে রয়েছে পুলিশ ও প্রশাসন! ময়মনসিংহ মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাডভোকেট এএইচ খালেকুজ্জামান শহরজুড়ে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, পুলিশ ইচ্ছে করলেই এসব অপরাধ দমন করে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে।
×