ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমার দুষ্টু আব্বু

প্রকাশিত: ০৪:১৩, ১৮ জুন ২০১৬

আমার দুষ্টু আব্বু

সেদিন খুব বৃষ্টি। রিমঝিম শব্দ করে বৃষ্টি পরছিল। আমি আর আব্বু বৃষ্টি দেখছিলাম। আব্বুকে আমি আমার ছেলে বলে ডাকি। আব্বুও আমাকে মা-মনি বলে। আব্বু অনেক দুষ্টু আর ভুলোমন। কোন কিছু তার মনে থাকে না। আব্বুকে বলি অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে আব্বু দেরি করে ফিরে। যদি বলি রং বক্স আনতে তাও আব্বু ভুলে যায়। এই হচ্ছে আমার দুষ্টু ছেলে! আমার আব্বু। তো সেদিন বৃষ্টির দিনে আব্বু আমাকে খুব সুন্দর রাজকন্যার গল্প শুনাচ্ছিল। আম্মু তখন খিচুড়ি রান্না করছে। আমি হঠাৎ আব্বুকে বলি চল আব্বু আমরা বৃষ্টিতে ভিজি। কিন্তু আব্বু এবারও আমার কথা শুনল না। বলল ‘জ্বর আসবে। তাও আমি বায়না ধরি বৃষ্টিতে ভিজব। শেষে আমার দুষ্টু আব্বুটা আমাকে তার কাঁধে বসিয়ে বৃষ্টিতে ভিজলাম। আমি আর আব্বু মিলে সেদিন খুব মজা করে বৃষ্টিতে ভিজি। ওই দিনটা আমি কখনও ভুলব না। আমি আমার এই দুষ্টু আব্বুটাকে অনেক ভালবাসি। আই লাভ ইউ আব্বু। মেরাদিয়া ব্র্যাক স্কুল ৫ম শ্রেণী বয়স-১০
×