ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুনতাসির সিয়াম

মুগ্ধের উপলব্ধি

প্রকাশিত: ০৪:১২, ১৮ জুন ২০১৬

মুগ্ধের উপলব্ধি

ক্লাস শুরুর ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে প্রবেশ করলেন বাংলা শিক্ষক সোলাইমান কবির। প্রথমেই ঘোষণা দিলেন, সামনে বাবা দিবস। যাকে কেন্দ্র করে বাসা থেকে রচনা লিখে এনে জমা দিতে হবে। আর সেরা তিনজনের জন্য থাকবে পুরস্কার এবং সার্টিফিকেট। তোমাদের মধ্যে যারা প্রতিযোগিতায় অংশ নিতে চাও, আমার কাছে এসে লিস্টে নাম লিখে দিয়ে যাও। অনেকেই বেশ আগ্রহ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা জানাল। কিন্তু স্যার বিশেষভাবে ভেবেছিলেন মুগ্ধই সবার আগে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করবে। মুগ্ধ ক্লাসের ফার্স্ট বয়। সব ধরনের প্রতিযোগিতায় সে অংশ নেয় এবং প্রথম স্থান অর্জন করে। মুগ্ধর অনাগ্রহ দেখে স্যার তাকে কাছে ডেকে নিয়ে কারণ জিজ্ঞেস করলে সে উত্তরে জানায়- বাবা আমাকে ভালবাসে না। একটুও আদর করে না। এ কথা শুনে স্যার মুগ্ধকে ছুটির পর তার সঙ্গে দেখা করতে বললেন। স্কুল ছুটির পর মুগ্ধ স্যারের সঙ্গে দেখা করতে গেল। এবার স্যার তাকে জিজ্ঞেস করলেন- আচ্ছা মুগ্ধ, বাবা সম্পর্কে তুমি ক্লাসে যা বলেছ তা কি ঠিক? -স্যার, আমি মিথ্যা বলিনি। বাবা সত্যিই আমাকে ভালবাসে না। - তাহলে কে তোমাকে ভালবাসে? - আমার মা আমাকে অনেক ভালবাসে। আমাকে খাইয়ে দেয়, ঘুম পারিয়ে দেয়, স্কুলে নিয়ে আসে, পড়া শিখিয়ে দেয়। এমনকি আমি যা চাই, বাবার কাছে চাইলেই বাবা শুধু বলে পরে কিনে দেবে। এরপর কিনে দিতে ভুলে যায়। কিন্তু মা ঠিকই সেগুলো কিনে দেয়। -হা হা হা, তুমি না খুব বুদ্ধিমান ছেলে! অথচ এটুকু না বুঝে মিছেমিছি বাবার ওপর অভিমান করে বসে আছ। নিশ্চয় মা তোমাকে ভালবাসেন বলেই অনেক যতœ নেন। কিন্তু একবার ভেবে দেখেছ যে বাবা সারাদিন অফিসে পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাসায় ফেরেন। তার কি এত সময় আছে? - না স্যার, সকালে আমার ঘুম ভাঙ্গার আগেই বাবা অফিসে চলে যান। আর বাসায় ফেরেন রাতে। তাহলে, বাবা কিভাবে তোমার ওই যতœগুলো নেবেন বলত? অথচ তুমি যেন ভালভাল খাবার খেতে পার, আরাম করে ঘুমোতে পার, মস্ত বড় মানুষ হতে পার সে জন্যই কিন্তু বাবা এত কষ্ট করে রোজগার করেন। আর তুমি যখন যা কিনে দিতে বল সময়ের অভাবে বা অন্য কোন সমস্যা থাকায় হয়ত তখন সেটা কিনে দিতে পারেন না। কিন্তু তিনি যদি মাকে সে জিনিসগুলো কিনে দেয়ার জন্য টাকা না দিতেন অথবা কিনে দেয়ার কথা মানা করতেন মা কি তখন সেগুলো কিনে দিতে পারতেন? না, মা-ই তো বলেন বাবাকে নাকি এটা কিনে দিতে বলেছিলে? চল আজ গিয়ে কিনে নিয়ে আসি। হুম। বাবা যদি তোমার আবদারের কথা না জানিয়ে টাকা না দিয়ে যেতেন মা কি বলতেন সে কথা? সত্যিই তো। তার মানে বাবাও আমাকে অনেক ভালবাসে। আর না বুঝে বাবাকে এতদিন পচা ভেবে এসেছি। স্যার আমিও বাবাকে নিয়ে রচনা লিখে নিয়ে আসতে চাই। - হ্যাঁ, এ জন্যই তো তোমার ভুল শুধরে দিলাম। আর আমি চাই তুমি এবারও প্রথম হবে। সেদিন বাসায় গিয়ে মুগ্ধ ভাবতে থাকে বাবা তার জন্য এত কষ্ট করে! না খেয়ে বাবার জন্য অপেক্ষা করতে থাকে সে। রবিবার হওয়ায় বাবা সেদিন বিকেলের মধ্যেই বাসায় ফিরে এলেন। ঘরে ঢুকতেই দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল মুগ্ধ। বাবাও তাকে জড়িয়ে ধরে বললেন- কি হয়েছে বাবা, কিছু লাগবে তোমার? - না বাবা, তোমার মতো ভাল বাবা থাকতে আর কিচ্ছু লাগবে না আমার। এ কথা শুনে বাবা তার কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করলেন- দুপুরে খেয়েছ?- না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। - আমার জন্য তুমি এতক্ষণ না খেয়ে বসে ছিলে কেন? নিশ্চয় অনেক কষ্ট হয়েছে। আচ্ছা আজ আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। এ কথা শুনে মুগ্ধর মন খুশিতে নেচে উঠল। এবার সেও বাবার কপালে চুমু দিয়ে বলল- বাবা আমি জানি, তুমি আমাকে অনেক ভালবাস। সত্যিই তুমি আমার অনেক ভাল বাবা। দ্বাদশ শ্রেণী রাজউক উত্তরা মডেল কলেজ
×