ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেজা নওফল হায়দার

নেটওয়ার্কিং হবে সর্বাধুনিক রাউটার দিয়ে

প্রকাশিত: ০৪:১০, ১৮ জুন ২০১৬

নেটওয়ার্কিং হবে সর্বাধুনিক রাউটার দিয়ে

মেহজাবিন একজন গ্রাফিক্স ডিজাইনার। নিয়মিত কাজ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের। নিত্যনতুন এপ্লিকেশন আর ছোটখাটো এক্সপেরিমেন্ট করতে থাকেন সবসময়। আর এটা করেন, নিজের কাজের মধ্যে নতুনত্ব আনার জন্য। তাই তার বসবাস নেট দুনিয়ায়। ঘরে ও বাইরে দুই জায়গায় সমানভাবে নিজেকে ব্যস্ত রাখতে হয়। বিভিন্ন ফাইল ট্রান্সফার, বিভিন্ন এপ্লিকেশন আর কানেক্টিভিটি তো রয়েছেই। কিন্তু ইদানীং ঘরের কাজে ইন্টারনেট গতিতে ছন্দপতন ঘটছে। খুব বিরক্ত এই ব্যস্ত মানুষটি। ঘরের রাউটারটি কাজ করছে না। চিন্তায় পড়ে গেলেন। বলতে গেলে মেজাজ বিগড়ে গেল। তার মতো একজন কাজের মানুষের একমাত্র ভরসা এই ইন্টারনেটের গতি। আর সেই গতিতেই ছেদ। উপায় বের করতে গিয়ে সিদ্ধান্ত নিলেন বদলে ফেলবেন এই পন্থা। খোঁজ নিয়ে জানতে পারলেন, আধুনিক ও আরও গতিসম্পন্ন রাউটার এসেছে বাজারে। আর ফিচারগুলো সেইরকম। অন্যান্য ব্র্যান্ডের কথার ফুলঝুরি নয়, বরং কাজ, মান আর দাম সব মিলিয়ে ভাল একটি পণ্য বাজারে এসেছে। হাই পাওয়ারফুল টেকনোলজি ৫০০ ডব্লিউটিএক্স এনহ্যান্সসেস সিগন্যাল কাভারেজ প্রযুক্তি নিয়ে আইটি পণ্য মার্কেটে এসেছে, ৩০০ এমবিপিএস হাই গেইন ওয়ারলেস রাউটার। বিশ্বখ্যাত এল-বি লিংক নিয়ে এসেছে এই রাউটার। এল-বি লিংক বাংলাদেশের মানুষের কাজের গতির জন্য বিশেষভাবে বেশকিছু বিশ্বমানের ফিচার সমৃদ্ধ রাউটার নিয়ে এসেছে। সেগুলো হলো-৭৫০ এমবিএস ওয়ারলেস ডুয়েল ব্র্যান্ড ১১ এসি রাউটার। যা কিনা নেক্সট জেনারেশন অব ওয়াই-ফাই : ৮০২.১১এসি। এছাড়াও আছে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন এসি ১২০০ ওয়ারলেস ডুয়েল ব্র্যান্ড গিগাবাইট রাউটার। এই রাউটারের বিশেষ বৈশিষ্ট্য হলো- প্রোভাইট এক্সট্রিম ওয়াই-ফাই কাভারেজ এ্যান্ড পিনেট্রারেশন। সব রাউটারের ফিচার সর্বাধুনিক। গতি প্রদানে নির্ভরযোগ্য। এই সব পণ্যের মাঝেও বেশ সারা ফেলেছে বিশ্বব্যাপী যে রাউটারটি সেই পণ্যটি হলো, ৩০০ এমবিপিএস ইউনিভাসেল ওয়াই-ফাই রেঞ্জ এক্সটেনডার। এই রাউটার গঠন শৈলীতে আছে আধুনিকতার ছোঁয়া। কাজের দিক দিয়ে বেটার পারফরমেন্স। এল-বি লিংক বিশ্বব্যাপী তাদের প্রসার বৃদ্ধি করে ভারত, ভিয়েতনাম, ইরান, পাকিস্তান, চীন, রাশিয়ার পর এবার বাংলাদেশে তাদের বিশ্বখ্যাত পণ্যগুলো নিয়ে এসেছে। বাংলাদেশে এল-বি লিংকের একমাত্র পরিবেশক গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি (জিটিআই)। এল-বি লিংক এরই মধ্যে শেষ করেছেন আনুষ্ঠানিকতা। বাংলাদেশের আইটি পণ্য নির্মাতা ও আমদানিকারক প্রতিষ্ঠান গোন্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি (জিটিআই) এর চেয়ারম্যান নজরুল ইসলাম হেলালীর মাঝে চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে বাংলাদেশের বাজারে এককভাবে বাজারজাত করার অধিকার লাভ করে এই প্রতিষ্ঠানটি।এল-বি লিংকের এক থেকে পাঁচ এন্টেনার বিভিন্ন মডেলের উচ্চ ক্ষমতাসম্পন্ন রাউটারগুলো বিস্তীর্ণ এলাকায় ও একাধিক ফ্লোরে নেটওয়ার্কিং বিস্তার করতে সক্ষম। এই রাউটারগুলোর বিশেষ ক্ষমতা হলো এর দ্বারা ইন্টারনেটের অনাকাক্সিক্ষত সাইটগুলো নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া রাউটারগুলোতে আছে ইউএসবি পোর্ট, যার মাধ্যমে ৩ জি/৪জি মডেম সংযোগ সুবিধা পাওয়া যায়। এই উচ্চক্ষমতাসম্পন্ন রাউটারগুলোর বিষয়ে তাদের নিজেদের ওয়েবসাইটে (িি.িমড়ষফবহনফ.হবঃ) পাওয়া যাবে তথ্য। এছাড়াও নিদিষ্ট ফোন নাম্বারে (০১৭৭৭৭০০৪০৫) মিলবে সকল তথ্য।
×