ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হ্যাক হয়ে যাচ্ছে সাইবার এ্যাকাউন্ট

প্রকাশিত: ০৪:০৯, ১৮ জুন ২০১৬

হ্যাক হয়ে যাচ্ছে সাইবার এ্যাকাউন্ট

এ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে তোপের মুখে রয়েছে টুইটার। ফেসবুকে সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের এ্যাকাউন্ট হ্যাক হয় গত সপ্তাহে। এরপর খবর আসে তিন কোটি ২০ লাখ টুইটারে এ্যাকাউন্টের পাসওয়ার্ড ও তথ্য চুরির খবর। তবে বরাবরই টুইটার কর্তৃপক্ষ বলে আসছে তাদের নিরাপত্তায় কোন ঘাটতি নেই। তবে এবার যে ঘটনা ঘটেছে তাতে সে কথা আর বলার অবকাশ নেই। কারণ খোদ টুইটার সহপ্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামের টুইটার এ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ খবর জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। গত বুধবার সংক্ষিপ্ত সময়ের জন্য ইভান উইলিয়ামের এ্যাকাউন্টটি তাঁর হাতছাড়া হয়ে যায়। আর এই হ্যাকিংয়ের পেছনে কাজ করেছে ‘আওয়ারমাইন’ নামের হ্যাকার গ্রুপ। এই হ্যাকার গ্রুপই মার্ক জাকারবার্গের সোসাল মিডিয়া এ্যাকাউন্ট হ্যাক করেছিল। উইলিয়ামের এ্যাকাউন্ট হ্যাক করার সঙ্গে সঙ্গে একটু টুইট প্রকাশ করে তারা। সেখানে তারা দাবি করে স্রেফ টুইটারের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ধরতেই তাদের এই হ্যাকিং। টুইটের সঙ্গে হ্যাকারদের সঙ্গে যোগাযোগের জন্য একটি ইমেল ঠিকানায় সংযুক্ত করে দেয়া হয়। ইভান উইলিয়াম তাঁর টুইটার এ্যাকাউন্ট হ্যাকের কথা ম্যাশেবলের কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, মোবাইল ট্র্যাকিং এ্যাপ ফোরস্কয়ারের মাধ্যমে তাঁর টুইটার এ্যাকাউন্টে তিনি আবার ঢুকতে সক্ষম হয়েছেন। তবে বিস্তারিত আর কিছু তিনি জানাননি। তবে এটি ধারণা করা যায় ফোরস্কয়ার এ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে সেখান থেকে টুইট শেয়ার করে হ্যাকাররা। এই হ্যাকিংয়ের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয়নি টুইটার। তবে তাদের আরেক বিবৃতিতে জানানো হয়, ‘কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন অনলাইন সার্ভিসে লাখ লাখ পাসওয়ার্ড চুরির ঘটনা ঘটেছে। একটি অনন্য ও শক্তিশালী টুইটার পাসওয়ার্ড ব্যবহারের ব্যাপারে তাই আমরা ব্যবহারকারীদের পরামর্শ দিচ্ছি।’ গত কয়েকদিন বিভিন্ন তারকা খেলোয়াড় এবং শিল্পীদের টুইটার এ্যাকাউন্টের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। ড্রেক, লানা ডেলরের মতো তারকাদের কাতারে এবার যুক্ত হলো ইভান উইলিয়ামের নাম। যদিও টুইটারের শীর্ষ কর্মকর্তাদের টুইটার এ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা নতুন কিছু নয়। ২০১৫ সালে টুইটারের সিএফও এ্যান্থোনি নোটোর এ্যাকাউন্ট হ্যাক হয়ে সেখান থেকে স্প্যামি ছড়ানোর ঘটনা ঘটেছিল।
×