ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতিসংঘ নারীর শুভেচ্ছা দূত এ্যান হ্যাথাওয়ে

প্রকাশিত: ০৪:০৯, ১৮ জুন ২০১৬

জাতিসংঘ নারীর শুভেচ্ছা দূত এ্যান হ্যাথাওয়ে

সংস্কৃতি ডেস্ক ॥ দীর্ঘদিন ধরে নারী অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা রাখছেন এ্যান হ্যাথাওয়ে। নারী শিক্ষার ওপর সিএনএনের প্রামাণ্যচিত্র ‘গার্ল রাইজিং’-এ ধারা বর্ণনা দেন তিনি। বাড়িতে সন্তানদের দেখাশোনার বেলায় সাধারণত নারীদের কাঁধেই সব দায়িত্ব দিয়ে রাখা হয়। এই অসম বোঝা সবার সামনে তুলে ধরে সচেতনতা বাড়ানোর জন্য জাতিসংঘ নারীর শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন অস্কারজয়ী অভিনেত্রী এ্যান হ্যাথাওয়ে। সম্প্রতি জাতিসংঘ এ ঘোষণা দেয়। লিঙ্গ সমতা ও অর্থনৈতিক ক্ষমতায়নে উৎসাহ দেয়াই জাতিসংঘ নারী সংগঠনটির মূল লক্ষ্য। নারীদের জন্য সুযোগ বাড়াতে বুদ্ধি ও আবেগপ্রবণ বিষয়গুলো মোকাবেলা করা প্রয়োজন বলে মনে করেন হ্যাথাওয়ে। এ্যান বলেছেন, লিঙ্গ সমতার জন্য সহযোগিতা করার সুযোগ পেয়ে আমি সম্মানিত ও অনুপ্রাণিত।
×