ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশেষ নাটক ‘তনিমার সুইসাইড নোট’

প্রকাশিত: ০৪:০৮, ১৮ জুন ২০১৬

বিশেষ নাটক ‘তনিমার  সুইসাইড নোট’

স্টাফ রিপোর্টার ॥ গল্পগ্রন্থ থেকে এবার টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘তনিমার সুইসাইড নোট’। নাটকের চিত্রনাট্য সাজিয়েছেন তরুণ লেখক, সাংবাদিক মাহতাব হোসেন। নাটকটি পরিচালনা করছেন জয়ন্ত রোজারিও। সাংবাদিক মাহতাব হোসেনের আলোচিত গল্পগ্রন্থ ‘তনিমার সুইসাইড নোট’ গত ফেব্রুয়ারি মাসে একুশে বইমেলায় প্রকাশ পায়। প্রকাশের পর পাঠক মহলে বেশ সাড়া ফেলে বইটি। একই সঙ্গে লেখক নিজেও বেশ প্রশংসিত হয়েছেন। নাটকে তনিমার ভূমিকায় অভিনয় করেছেন বীথি রানী সরকার। আরও অভিনয় করেছেন জাহিদ আলভিন, নাঈম ফুয়াদ, কাজী উজ্জ্বল, ইমন প্রমুখ। নাটক প্রসঙ্গে মাহতাব হোসেন বলেন, নাটকের গল্পটা একটা হতাশাগ্রস্ত মেয়ের বার বার ব্যর্থ হওয়ার, ভালবাসা থেকে বঞ্চিত হওয়ার। ছোট থেকে মা বাবার ভালবাসা না পেয়ে বেড়ে ওঠা এক মেয়ের নাম তনিমা। উঠতি বয়সে প্রেমে পড়ে, ভালবাসার কাঙাল তনিমার বর্তমান ট্রেন্ডের কবলে পড়ে ভালবাসা পেতে একের পর এক সম্পর্কে জড়িয়ে পড়ে। এখানেও বার বার প্রতারিত তনিমার নিজের প্রতি ঘৃণা জন্ম নেয়। এরপর নিজে আত্মহত্যা করার চিন্তা। কিন্তু সেটাই সমাধান? এটাই সমাধান নয়। তিনি বলেন নাটকে উঠতি তরণ-তরণীদের এই মেসেজটাই দেয়ার চেষ্টা করেছি। চিত্রনাট্যকার মাহতাব হোসেন মনে বলেন, গল্পটি যদি ভিজুয়ালি প্রচার হলে এ বিষয়ে আরও সচেতনতা বাড়বে। সেই চিন্তা থেকেই চিত্রনাট্য সাজানো হয়েছে। নির্মাতা জয়ন্ত রোজারিও জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। ‘তনিমার সুইসাইড নোট’ নাটকটি আগামীকাল রবিবার রাত ৯-৪০ মিনিটে এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে।
×