ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বাস চাপায় ছাত্র নিহত ॥ পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৭

প্রকাশিত: ০৮:২০, ১৭ জুন ২০১৬

দিনাজপুরে বাস চাপায় ছাত্র নিহত ॥ পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৭

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নিজস্ব বাসের চাপায় মনিরুজ্জামান নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এলাকায় ভাংচুর নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে ৪ পুলিশসহ ৭ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড টিআরশেল নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান (২০) কৃষি অনুষদের সেমিস্টার-২, লেভেল-১-এর শিক্ষার্থী ও জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে একটি বাস শিক্ষার্থীদের নিয়ে শহরে যাচ্ছিল। এ সময় ক্যাম্পাসের ভেতরেই চলন্ত ওই বাসটিতে মনিরুজ্জামান ওঠার চেষ্টা করলে পা পিছলে পড়ে যায়। এতে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক এলাকার জানালার কাঁচ ও বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। শিক্ষার্থীদের অভিযোগ, বাসগুলো প্রায়ই শিক্ষার্থী ওঠা শেষ হওয়ার আগেই ছেড়ে দেয়। ফলে শিক্ষার্থীদের চলন্ত বাসে জীবনের ঝুঁকি নিয়ে উঠতে হয়। এদিকে প্রশাসনিক এলাকায় ভাংচুর চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শিক্ষার্থীরা পুলিশের ওপর চড়াও হয়। তারা ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। উভয়পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড টিআরশেল নিক্ষেপ করে। এই সংঘর্ষের ঘটনায় ৪ পুলিশ ও ৩ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে নিহত মনিরুজ্জামানের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।
×