ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৭:৫৮, ১৭ জুন ২০১৬

রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শেরেবাংলা নগরে বন্দুকযুদ্ধে আইদুল ওরফে মামা সাগর (২৬) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত মামা সাগর কাওয়ান বাজারের শীর্ষ চাঁদাবাজ ও দখলবাজ ছিল। তার বিরুদ্ধে তেজগাঁও, শিল্পাঞ্চল থানাসহ বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে। সে শীর্ষ সন্ত্রাসী আশিকের ঘনিষ্ঠ সহযোগী ছিল। র‌্যাব সদর দফতরের মিডিয়ার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া জানান, বুধবার রাত দুটোর দিকে র‌্যাব-২ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তর পার্শ্বে সংসদ ভবন সচিবালয় স্টাফ কোয়ার্টার সংলগ্ন খেলার মাঠে অবস্থান নেয়। এ সময় অজ্ঞাত কয়েক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে তাদের ডাকা হয়। এ সময় অজ্ঞাত যুবকরা র‌্যাবকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব ও তাদের ধাওয়া করে। পালানোর সময় ওই যুবকরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। যুবকের গুলিবিদ্ধ ব্যক্তির দেহের পাশ থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করে। গুলিবিনিময়ের ঘটনায় র‌্যাবের দুইজন সদস্য আহত হন। পরে শেরে বাংলানগর থানা পুলিশ ও র‌্যাবের সহায়তায় অজ্ঞাত গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে রাত তিনটার দিকে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে জানা যায়, নিহত ব্যক্তি কাওয়ান বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী আইদুল ওরফে মামা সাগর। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ রয়েছে।
×