ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়েলসকে হারিয়ে প্রথম জয় ইংল্যান্ডের

প্রকাশিত: ০৭:৫৭, ১৭ জুন ২০১৬

 ওয়েলসকে হারিয়ে  প্রথম জয়  ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েলসকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে পিছিয়ে পড়েও ওয়েলসকে ২-১ গোলে হারায় ইংলিশরা। ফ্রান্সের লেন্সে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় ওয়েলস। কিন্তু দ্বিতীয়ার্ধে জিমি ভার্ডি ও ড্যানিয়েল স্টারিজের গোলে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রয় হডসনের দল। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। ফলে শেষ ষোলোতে খেলার সম্ভাবনা আরও জোরালো করেছে ওয়েন রুনিরা। ৩ পয়েন্ট করে নিয়ে পরের অবস্থানে ওয়েলস ও সেøাভাকিয়া। আগে থেকেই নানা কারণে উত্তাপ ছড়িয়েছিল ইংল্যান্ড ও ওয়েলসের ম্যাচটি। মাঠেও এর প্রমাণ মেলে। ইংল্যান্ড ৪-৩-৩ ও ওয়েলস ৩-৫-১-১ ফর্মেশনে খেলে। তবে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ইংলিশরা। কিন্তু খেলার ধারার বিপরীতে ম্যাচের ৪২ মিনিটে ফ্রি কিক থেকে দর্শনীয় গোল করে ওয়েলসকে এগিয়ে নেন বেল। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া ইংল্যান্ড ৫৬ মিনিটে ইংলিশ প্রিমিয়ার লীগ মাতানো জিমি ভার্ডির গোলে সমতায় ফেরে। এর পর মুহুর্মুহু আক্রমণ শাণাতে থাকে ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। যখন ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছিল ঠিক তখন ওয়েলসের ঘাতক হিসেবে আবির্ভূত হন স্টারিজ। ম্যাচের অন্তিম মুহূর্তে (৯২ মিনিট) লক্ষ্যভেদ করে ইংল্যান্ডকে স্বস্তির জয় পাইয়ে দেন এই স্ট্রাইকার।
×