ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ এমপি জো কক্সকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ০৭:৩৮, ১৭ জুন ২০১৬

ব্রিটিশ এমপি জো কক্সকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা

দুর্বৃত্তদের গুলি এবং ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য জো কক্স (৪১) মারা গেছেন। নির্বাচনী এলাকা ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে তার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। খবর বিবিসির। জো কক্স বেটলি ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্যাটলি ও স্পিন এলাকা থেকে লেবার পার্টির নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এ ঘটনার সময় আরও এক ব্যক্তি (৭৭) আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী একজন জানান, দুই সন্তানের জননী জো কক্সকে খুব কাছ থেকে প্রথমে গুলি করা হয়। আহত কক্স রাস্তায় পড়ে গেলে এক হামলাকারী এগিয়ে এসে তাকে ছুরিকাঘাত করে। ৪১ বছর বয়সী কক্স এর পর পেটে হাত দিয়ে রাস্তায় পড়ে যান। তারপর ওই ব্যক্তি কক্সকে আরও দুবার ছুরিকাঘাত করে চলে যায়। ঘটনাস্থল থেকে পরে কক্সকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে এয়ার এ্যাম্বুলেন্সে তাকে লিডসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, জো কক্সের ওপর হামলাকারী সন্দেহে ব্রিস্টলের মার্কেট স্ট্রিট থেকে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ৪১ বছর বয়সী কক্স ২০১৫ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হন। জো কক্স ব্রিটিশ পার্লামেন্টের সিরিয়াবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। এ ছাড়া কক্সের মৃত্যুতে আগামী সপ্তাহে যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকার প্রশ্নে গণভোটের প্রচার তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লেবার পার্টি নেতা জেরেমি করবিন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও গণভোট নিয়ে তার একটি সমাবেশের পরিকল্পনা বাতিল করেছেন।
×