ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পান্থ আফজাল

ঈদে চাই ছোটদের নতুন পোশাক

প্রকাশিত: ০৭:১৯, ১৭ জুন ২০১৬

ঈদে চাই ছোটদের নতুন  পোশাক

ঈদের এখনও অনেক বাকি। বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে নবজাতক সবার জন্য চাই নতুন পোশাক। নয়ত ঈদের আনন্দই যে মাটি হয়ে যাবে। ঈদ বাজারের তালিকায় শিশুদের প্রভাব অন্য সবার চাইতে বেশি। বড়দের পোশাক কেনা হোক বা না হোক, ছোটদের পোশাক কেনা চাই। অভিভাবকও সবচেয়ে আকর্ষণীয় সুন্দর পোশাকটি কিনে দিতে চান সন্তানকে। আর ঈদের সময় শিশুদের আনন্দ অন্য সবাইকে হার মানায়। তাই শিশুদের কথা মাথায় রেখে রাজধানীর শপিংমলগুলো সেজেছে রঙিন সাজে। আর এই আয়োজন থেকে বাদ পড়েনি দেশীয় ফ্যাশন হাউসগুলোও। বাজার ঘুরে দেখা গেছে, এসব পোশাকে ডিজাইন ও কাটছাঁটের পাশাপাশি নামেও রয়েছে নানা বৈচিত্র্য। নবজাতক থেকে শুরু করে ১৬ বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের পোশাক পাওয়া যাচ্ছে রাজধানীর ফ্যাশন হাউস এবং শপিংমলগুলোতে। দেশীয় ফ্যাশন হাউসগুলোর মধ্যে নগরদোলা, আড়ং, সাদাকালো, অন্যমেলা, নিত্য উপহার, রঙ, দেশাল, প্রবর্তনা, নিপুণ, অঞ্জন’স, লণ্ঠন, অতঃপর, বিসর্গ, ফানুস, চাঁদের হাসি, ইনফিনিটিসহ প্রায় সবধরনের ফ্যাশন হাউসেই বড়দের পাশাপাশি বাচ্চাদের পোশাক রয়েছে। দেশীয় ফ্যাশন হাউস ছাড়াও বিদেশি পোশাকের দোকানগুলোতেও রয়েছে নান্দনিক পোশাকের কালেকশন। হিন্দী সিরায়ালের নায়ক নায়িকাদের নামেও শিশুদের পোশাক পাওয়া যাচ্ছে। পাখি, কিরণমালা রামলীলা, গুঞ্জন, মধুরমা, মনের খুশি, ফড়িং, কোয়েল মল্লিকসহ বিভিন্ন মডেলদের নামে ট্যাগ বসানো হয়েছে মেয়ে শিশুদের পোশাকে। এছাড়া ছোটাভিম ও ডোরেমনসহ বিভিন্ন কার্টুনের নামেও বাচ্চাদের পোশাক পাওয়া যাচ্ছে। মেয়ে বাচ্চাদের জন্য পার্টি ফ্রক, গ্রাউন খ্রি-পিস, লং ফ্রক, লং কামিজ, ঘাগড়া চোলি, টিউনিক ক্যাপি, ডিভাইডার, লেগিংস ও ওয়েস্টার্ন পোশাকের চাহিদা বেশি দেখা যাচ্ছে। এমনকি পাওয়া যাবে মেয়ে বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি শাড়িও। মেয়েদের আনারকলি, একটু ঘের দেয়া লম্বা কামিজ যেমন চলবে, তেমনি ছেলেশিশুদের পাঞ্জাবিতে এ লাইন কাটের ব্যবহার বেশি এবার। তবে ছেলেদের বিশেষ আয়োজনে রয়েছে জিন্স, টি-শার্ট, ফতুয়া ও পাঞ্জাবি। ঈদটা হবে খানিকটা গরমেই। তাই এ সময় দরকার আরামদায়ক পোশাক। গরমকে বিবেচনা করে হাতাসহ ও হাতা কাটা দুই ধরনের পোশাকই থাকছে। ছেলেমেয়ে উভয়ের জন্য থাকবে থ্রি-কোয়ার্টার প্যান্ট। দাওয়াতে যাওয়ার সময় বেছে নিতে পারেন জমকালো সিল্ক, এ্যান্ডির পাঞ্জাবি। গরমের কারণে হাল্কা সুতি কাপড়ের প্রাধান্য বেশি থাকলেও জমকালো পোশাকগুলোতে থাকছে কাতান, টিস্যু, মসলিন ও সার্টিন কাপড়ের ব্যবহার। ডিজাইনেও রয়েছে ভিন্নতা। আর বাচ্চাদের পছন্দের কথা মাথায় রেখে বরাবরের মতো এবারও গাঢ় উজ্জ্বল রঙের প্রতি বেশি প্রাধান্য দেয়া হয়েছে। সাইজ আর রঙের ভিন্নতা অনুসারে এসব পোশাকে রয়েছে বেশ হেরফের। কেউ চাইলেই রাজধানীর নিউমার্কেট, মৌচাক, টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, বেইলি রোড, সুবাস্তু টাওয়ার, কর্ণফুলী মার্কেট, আজিজ সুপার মার্কেট, বসুন্ধরা ও গাউছিয়া মার্কেটের বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন শিশুদের বাহারি পোশাক।
×