ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে অবৈধ সম্পত্তি উদ্ধার করে শিশু পার্ক করার দাবি

প্রকাশিত: ০৭:০৯, ১৭ জুন ২০১৬

সাভারে অবৈধ সম্পত্তি উদ্ধার করে শিশু পার্ক করার দাবি

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ জুন ॥ ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের গে-া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ এবং ঢাকা জেলা পরিষদের ২৫ শতাংশ জমি জবর দখল করে বাজার বসিয়েছে একটি চক্র। ফলের আড়তের নামে দোকান বসিয়ে সেখানকার দোকানিদের কাছ থেকে লাখ লাখ টাকা অগ্রিম এবং মাসে দোকান প্রতি ১০/২০ হাজার টাকা ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা ওই জমি থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে সেখানে শিশু পার্ক নির্মাণের দাবি জানিয়েছে। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে ঢাকা-অরিচা মহাসড়কের পাশে কয়েক কোটি টাকা মূল্যের ওই জমির অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জেলা প্রশাসন। জমিতে কাঁটাতারের বেষ্টনী দেয়া হয়। এরপর স্থানীয় জনৈক কুদ্দুস, জজ মিয়া, জালাল উদ্দিনসহ কয়েকজন ওই জমি জেলা পরিষদ থেকে লিজ নিয়েছেন দাবি করে কাঁটাতারের বেষ্টনী ভেঙ্গে সেখানে দোকান বসানো শুরু করে। টানানো হয় লিজের সাইনবোর্ড। এমনকি, মহাসড়ক থেকে গে-া প্রবেশপথের রাস্তা ঘেঁষে বসানো হয় দোকান। এনিয়ে ইসমাইল হোসেন আজম নামে এক আইনজীবী আদালতের শরণাপন্ন হলে নবায়নযোগ্য ওই লিজ বাতিল করে জেলা পরিষদ। এদিকে মহাসড়কের পাশে লরি ও ট্রাক থামিয়ে পাইকারি ফল আনা নেয়া করায় ব্যস্ততম ওই মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কোন ধরনের কাগজপত্র না থাকলেও শুধু গায়ের জোরে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সড়ক ও জনপথ এবং জেলা প্রশাসনের অর্পিত সম্পত্তি দখল করে রেখেছে ওই চক্র। ইচ্ছেমতো দোকান বসিয়ে মাসে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা।
×