ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজারহাটে প্রাইমারী স্কুলের ৪২ শিক্ষককে শোকজ

প্রকাশিত: ০৭:০৮, ১৭ জুন ২০১৬

রাজারহাটে প্রাইমারী স্কুলের ৪২ শিক্ষককে শোকজ

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম ॥ সময়মতো স্কুলে না যাওয়া, বিধিবহির্ভূতভাবে স্কুল বন্ধ রাখা এবং পাঠদান অমনোযোগিতার কারণে গ্রোমের রাজারহাট উপজেলায় ১৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ১২ জন প্রধান শিক্ষকসহ ৩০ জন অমনোযোগিতার কারণে সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে। রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রাজারহাট উপজেলায় ১২৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কতিপয় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনার মান সন্তোষজনক না হওয়ায় ছাত্রছাত্রীদের অভিভাবকগণ বিভিন্ন মাধ্যমে অভিযোগ করতে থাকেন। অভিযোগের ভিত্তিতে উপজেলার সরকারী বিদ্যালয়সমূহে অভিযান চালানো হয়। এসব অভিযানে উপজেলা শিক্ষা কর্মকর্তাও অংশগ্রহণ করেন। বিদ্যালয় পরিদর্শনকালে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কয়েকজন প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে। রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতারী পারভীন জানান, বিভিন্ন বিদ্যালয়ের পরিদর্শনের প্রেক্ষিতে রাজারহাট উপজেলার ৭ ইউনিয়নের ১২৩টি বিদ্যালয়ের মধ্যে ১৬ বিদ্যালয়ে শিক্ষকের অনুপস্থিতি ও টিফিনের পর স্কুল বন্ধ রাখাসহ বিভিন্ন কারণে গত ৪ মাসে ১২ জন প্রধান শিক্ষকসহ ৩০ সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে। বাগেরহাটে শিক্ষককে স্ট্যান্ড রিলিজ, ১১ জনকে শোকজ স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, কোচিং বাণিজ্যের অভিযোগে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ আলী নামে এক শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এছাড়া আরও ১১ জন শিক্ষককে কারণ দর্শাতে শোকজ নোটিশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেন এই নির্দেশ দেন। জমি নিয়ে বিরোধ ॥ মামার পা কাটল ভাগিনা স্টাফ রিপোর্র্টার, নীলফামারী ॥ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে খাজা মিয়া নামে এক ব্যক্তির বাঁ পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন করেছে তারই ভাগিনা ও বড় ভাই। বৃহষ্পতিবার বিকেল ৩টার দিকে রংপুরের পীরগঞ্জে উপজেলার গোবর্ধনপুর গ্রামে এ লোহমর্ষক ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোবর্ধনপুরের মৃত আবুল হোসেনের দুই ছেলে রাজা মিয়া ও খাজা মিয়া। তাদের দুজনের মধ্যে পৈত্রিক ৪৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার বিকেলে খাজা মিয়া চককরিম গ্রামের হল্লার ব্রিজ এলাকার ইব্রাহিম মিয়ার বাড়ির সামনের জমিতে ধানের বীজ বপন করছিল। সে সময় তার বড় ভাই রাজা, ভাগিনা শরিফুল ও আজিজুল ধারালো অস্ত্র দিয়ে তার বাঁ পা কেটে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। অস্ত্রসহ যুবক আটক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বেলকুচি উপজেলার খাস সোনামুখী উচ্চ বিদ্যালয়ের কাছে বুধবার গভীর রাতে পুলিশ শাটারগানসহ আব্দুর রহমান মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে।
×