ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে চালক-শ্রমিক সংঘর্ষ ॥ শতাধিক ট্রাক ভাংচুর

প্রকাশিত: ০৭:০৮, ১৭ জুন ২০১৬

সিলেটে চালক-শ্রমিক সংঘর্ষ ॥ শতাধিক ট্রাক ভাংচুর

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শহরের আড়ত ব্যবসা কেন্দ্র কালিঘাট এলাকায় শ্রমিকদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষে শতাধিক ট্রাক ভাংচুর করা হয়েছে। এ সময় ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, কালিঘাট ডালপট্টি এলাকায় রাস্তার মধ্যে মালবোঝাই একটি ট্রাক দাঁড় করানো ছিল। অন্য একটি ট্রাক যাওয়ার জন্য দাঁড় করানো ট্রাকটি সরিয়ে নিতে বলে ডালপট্টি এলাকার শ্রমিকরা। এ নিয়ে ওই ট্রাকের চালকের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি সমাধানের জন্য ডালপট্টি এলাকার ব্যবসায়ীরা উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কালিঘাট চালপট্টি এলাকায় রাস্তায় মালবোঝাই ট্রাক রাখা নিয়ে শ্রমিকদের সঙ্গে ট্রাকচালকদের কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘবদ্ধ শ্রমিকদের হামলায় শতাধিক ট্রাক ভাংচুর করা হয়। এ সময় ১৫ জন আহত হন। এ দিকে সংঘর্ষের খবর পেয়ে সাবেক মেয়র সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ঘটনাস্থলে যান। এছাড়া উভয়পক্ষকে নিয়ে ঘটনাটির মীমাংসার আশ্বাস দেন। এ ব্যাপারে সিলেট ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মানিক মিয়া জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা হামলা চালিয়ে ১৩১ ট্রাক ও পিকআপ ভ্যান ভাংচুর করেছে। অন্যদিকে কালিঘাট লেবার কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লিটন মিয়া জানান, প্রথমে ট্রাকচালকরা হামলা করলে শ্রমিকরা প্রতিরোধ করে। চট্টগ্রামে আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত অভিযানের পরও বৃহত্তর চট্টগ্রামে ইয়াবা পাচারকারীরা বেপরোয়া। সড়ক ও নদী পথে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পরিবহন থেমে নেই। বৃহস্পতিবারও জেলার আনোয়ারা থানার দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। কোস্টগার্ড পূর্বজোনের সদস্যরা ভোর ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা যায়নি। কোস্টগার্ড সূত্রে জানানো হয়, পূর্বজোনের সিজিএস তৌহিদ ও সিজি স্টেশন সাঙ্গু সম্মিলিতভাবে এ অভিযান চালায়। আনোয়ারা থানার দোভাষী বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে উদ্ধার হয় ইয়াবার বড় একটি চালান। এগুলো চট্টগ্রাম শহরের দিকে আনার পরিকল্পনা ছিল মাদক বিক্রেতারা।
×