ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিক্ষক ছাত্রসহ নিহত ৪

প্রকাশিত: ০৭:০৬, ১৭ জুন ২০১৬

সড়ক দুর্ঘটনায় শিক্ষক ছাত্রসহ নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় নওগাঁয় প্রধান শিক্ষক, রাজশাহীতে স্কুলছাত্র, যশোরে ভ্যানচালক ও গাইবান্ধায় কিশোর নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নওগাঁ ॥ বৃহস্পতিবার দুপুরে রানীনগরে সড়ক দুর্ঘটনায় হামিদুল ইসলাম (৪৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। নিহত হামিদুল ইসলাম উপজেলার ভান্ডারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি উপজেলার করজগ্রাম নিবাসী দাছের আলীর পুত্র। জানা গেছে, শিক্ষক হামিদুল ইসলাম এদিন সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রানীনগর উপজেলা সদরে যান চারু-কারুকলা প্রশিক্ষণে অংশ নিতে। প্রশিক্ষণ শেষে বেলা ২টায় তিনি মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় রানীনগর আবাদপুকুর সড়কের ছয়বাড়ীয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। রাজশাহী ॥ গোদাগাড়ীতে ট্রাকচাপায় নাজমুল হক (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী হলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হক ওই এলাকার রমজান আলীর ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে পড়াশোনা করত। জানা গেছে, ভোরে ওই স্কুলছাত্র মহাসড়ক পারাপার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যশোর ॥ ঝিকরগাছা উপজেলার নরেন্দ্রপুর গ্রামে ট্রাকের ধাক্কায় সিদ্দিক (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিদ্দিক একই গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে। নিহত ব্যক্তির স্বজনরা জানান, সকালে শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে ঝিকরগাছার উদ্দেশে রওনা হন সিদ্দিক। পথে নরেন্দ্রপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। গাইবান্ধা ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে বুধবার রাতে চলন্ত যাত্রীবাহী বাসে ওঠার সময় চাকায় পিষ্ট হয়ে শাকিল মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত শাকিল বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে।
×