ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেবাচিমে নষ্ট হচ্ছে রক্ত!

প্রকাশিত: ০৭:০৬, ১৭ জুন ২০১৬

শেবাচিমে নষ্ট হচ্ছে রক্ত!

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হাসপাতালের তিন স্বেচ্ছাসেবী সংগঠনের ক্লাবে তালা ঝুলিয়ে দিয়েছে কলেজ প্রশাসন। ফলে রক্তের প্রয়োজনে আসা রোগীরা পড়ছেন ভোগান্তিতে। রক্ত না পেয়ে ছোটাছুটি করছেন এদিক সেদিক, পড়ছেন দালালদের খপ্পরে। এদিকে তিনটি ক্লাবে আগে থেকে রাখা শতাধিক ব্যাগ রক্ত নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্লাব সংশ্লিষ্টরা। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হচ্ছেÑ সন্ধানী, মেডিসিন ক্লাব ও রেড ক্রিসেন্ট। সূত্রমতে, গত ১২ জুন হাসপাতালের স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট ক্লাবের একটি কমিটি অনুমোদন দেয় কলেজ অধ্যক্ষ ডাঃ ভাস্কর সাহা ও পরিচালক ডাঃ এস.এম সিরাজুল ইসলাম। ক্লাব মেম্বার ছাড়া ছাত্রলীগ নামধারীদের দিয়ে সংগঠনের নিয়ম বহির্ভূতভাবে ওই কমিটি গঠন করার অভিযোগে ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি সাজিদুল করিম ও সম্পাদক এফএম ইয়াহিয়া ক্লাবের সদস্যদের দিয়ে অপর একটি কমিটির অনুমোদন দেয়। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিলে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়। ফলে কলেজ অধ্যক্ষ প্রথমে রেড ক্রিসেন্ট ক্লাবের কার্যক্রম ও পরবর্তীতে হাসপাতালের অপর দুই স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিন ক্লাব ও সন্ধানীর কার্যক্রমও সাময়িক বন্ধ ঘোষণা করে তালা ঝুলিয়ে দেয়। গত চারদিন ধরে ক্লাবগুলো বন্ধ থাকায় তিন ক্লাবে থাকা ১’শ ব্যাগ রক্ত নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে দাবি করেছেন ক্লাব সদস্যরা। প্রতিমা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৬ জুন ॥ শৈলকুপায় দুটি প্রতিমা ভাংচুর করা হয়েছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় ২ নারী আহত হয়েছেন। বুধবার রাতে শৈলকুপা উপজেলার ঝাউদিয়া মাঝিপাড়ায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পূজা কমিটির সভাপতি কুমার সরকার বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেছেন। ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার ছিল হিন্দুদের গঙ্গা পূজা। মাঝিপাড়ার জেলেরা দুটি প্রতিমা পূজা করে। পূজা শেষে সন্ধ্যার দিকে তারা মাঝিপাড়া ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যায়।
×