ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ সাঁকোয় পারাপার ২০ হাজার মানুষের

প্রকাশিত: ০৭:০৫, ১৭ জুন ২০১৬

ঝুঁকিপূর্ণ সাঁকোয় পারাপার ২০ হাজার মানুষের

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরের হরিহর নদীর ওপর নির্মিত পাকা ব্রিজটি ভেঙেছে প্রায় আট বছর আগে। এরপর গ্রামবাসীর উদ্যোগে সেখানে কাঠের তৈরি সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়েই পারাপার দুই উপজেলার প্রায় ১৫ গ্রামের বিশ হাজার লোকের। গত দুই বছরে এই সাঁকোর ওপর দুর্ঘটনায় একজনের মৃত্যুসহ আহত হয়েছেন প্রায় অর্ধশত। গেল শুক্রবার এক ভ্যানচালক ভ্যানসহ নিচে পড়ে গুরুতর আহত হন। এতকিছুর পরও টনক নড়েনি স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের। সাঁকো ভাঙে আর স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে তা মেরামত করেন। স্থানীয়রা জানান, উপজেলার হরিহর নদীর ওপর ব্রিটিশ আমলের নির্মিত ফকিরের পাকা ব্রিজটি ছিল মণিরামপুর ও কেশবপুর উপজেলার বাটভিলা, মুজগুন্নী, ইমাননগর, গড়ভাঙ্গা, দুর্বাডাঙ্গা, পাঁজিয়া, নাগোরঘোপ, চিনাটোলা, হাঁসাডাঙ্গা, মধ্যকুল, শ্যামকুড় ও আমিনপুর গ্রামের প্রায় ২০ হাজার লোকের সহজ পারাপারের একমাত্র অবলম্বন। প্রায় ২০ বছর আগে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তবে আট বছর আগে ব্রিজটি আস্তে আস্তে ভেঙ্গে নিচে পড়তে শুরু করে। দুই বছর আগে উপজেলার শ্যামনগরের এক কলেজ শিক্ষক মোটরসাইকেল চালিয়ে পার হওয়ার সময় ব্রিজ ভেঙ্গে নিচে পড়ে গুরুতর আহত হন। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। এর পর পরই ব্রিজটি ভেঙ্গে নদীতে পড়ে যানবহনসহ জনচলাচল বন্ধ হয়ে যায়। জগদীসপুর গণহত্যা দিবস আজ ॥ ৪৬ বছরেও হয়নি স্মৃতিফলক নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৬ জুন ॥ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের জগদীসপুর গণহত্যা দিবস ১৭ জুন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক বাহিনীর নেতৃত্বে একদল রাজাকার গ্রাম তল্লাশি করে ঝোপ-জঙ্গলে পালিয়ে থাকা জগদীসপুর, বেতরা, খাজুরা, রামপুর, মিরাকাঠী, গ্রামের ৬০ জনকে ধরে এনে প্রাথমিক বিদ্যালয়ের পাশে গুলি করে হত্যা করে। এদের মধ্যে ৪০ জনের নামের তালিকা পাওয়া গেলেও অন্য ২০ জনের নাম জানা যায়নি। মুক্তিযুদ্ধকালে সময় পেয়ারা অঞ্চলখ্যাত দুর্গম অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে মানুষ উভচর প্রাণীর মতো আত্মগোপন করে ছিল। এরা রাতে ডাঙ্গায় থাকত এবং সকাল হলেই এই অঞ্চলের ডোবা, নালায় ব্যাঙের মতো আত্মগোপন করত। রাজাকাররা এদের ধরে এনে পাক বাহিনীর কাছে তুলে দেয়ায় তারা গুলি করে হত্যা করে। স্বাধীনতার ৪৬ বছরেও এই বধ্যভূমির স্মৃতি সংরক্ষণে কোন উদ্যোগ নেয়া হয়নি। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী কর্মকর্তাদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিন কৃষি কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন যৌথভাবে আয়োজন করে প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার, ফাংশনাল সার্ভিস এবং ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের কর্মকর্তাগণ। নীলফামারী চৌরঙ্গীমোড়ের কর্মসূচীতে অংশ নেন জেলার সকল কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী, চিকিৎসক, বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা ও কর্মচারীগণ। মানববন্ধনে বক্তব্য দেন নীলফামারী কৃষি বিভাগের উপ পরিচালক গোলাম মোঃ ইদ্রিস, কৃষিবিদ ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক এনামুল হক, বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ শংকর কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা জাফর ইনাম প্রমুখ। বক্তরা সরকারী কর্মকর্তাকে মারধরকারী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনের বিচার দাবি করে। চাষাঢ়ায় আ’লীগ অফিসে বোমা হামলা দিবস পালন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৬ জুন ॥ চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে নানা কর্মসূচী পালিত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর বঙ্গবন্ধু সড়কে একটি শোকর‌্যালি বের করেন বোমা হামলায় নিহত ও আহতসহ ক্ষতিগ্রস্তদের পরিবার। র‌্যালি শেষে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাদের পরিবারের স্বজনরা। এ সময় উপস্থিত ছিলেন বোমা হামলায় আহত দুই পা হারানো চন্দন শীল, রতন কুমার দাস, মামলার বাদী ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহাসহ নিহত ও আহতদের পরিবারের শতাধিক স্বজন। এছাড়াও দিবসটি স্মরণে নগরীর ২নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরানখানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
×