ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনআইইটি শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাংকের বৃত্তি

প্রকাশিত: ০৭:০৪, ১৭ জুন ২০১৬

এনআইইটি শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাংকের বৃত্তি

ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি (এনআইইটি) শিক্ষার্থীদের জন্য বিশ্ব ব্যাংকের অধীনে স্টেপ প্রকল্পের আওতায় মাসিক ১০০০-৩৩০০ টাকা উপবৃত্তি চালু রয়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রী এই সুবিধা পাবে। এনআইইটি গত ৮ বছর ধরে বাংলাদের কারিগরি শিক্ষা বোর্ডে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেরিন, সার্ভেয়িং, মেকানিক্যাল, আর্কিচেকচার, আর্কিটেকচার এ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, শীপ-বিল্ডিং, ইলেকট্রিক্যাল, টেক্সটাইল, ফুড, গার্মেন্টস ডিজাইন এ্যান্ড পেটার্ন মেকিং, সিভিল, ইলেকট্রনিক্স, গ্লাস, সিরামিক্স, রেফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশনিং, এভিয়নিক্স, এরাস্পেস, কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, অটোমোবাইল, টেলিকমিউনিক্যাশন, কন্সট্রাকশন বিষয়সমূহ পরিচালনা করছে। প্রতিষ্ঠানের শুধু ছাত্রীদের বিনা বেতনে পড়ার সুযোগ রয়েছে। ডিপ্লোমা সম্পন্ন করে নিজস্ব বিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে : ০১৬৭৮ ৬৬ ৬৬ ২৩, ০১৭১৩ ২২ ০০ ৯৯।৻বিজ্ঞপ্তি জামিন নিলেন বাঁশখালীর এমপি মোস্তাফিজ নির্বাচন কর্মকর্তাকে মারধর স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের মামলায় অবশেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন বাঁশখালীর আলোচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। উচ্চ আদালতের আদেশে বৃহস্পতিবার তিনি বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ সাজ্জাদ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দের প্রিসাইডিং অফিসার না পেয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী গত ১ জুন বাঁশখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে ইউএনও অফিসে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় সেখানে উপস্থিত এমপির অনুসারীরা এ নির্বাচন কর্মকর্তাকে মারধরও করেন। এ ঘটনায় ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করে এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলার নির্দেশ প্রদান করে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী ৩ জুন বাঁশখালী থানায় মামলা দায়ের করেন নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম। নির্বাচন কমিশন বাঁশখালীর ১৪ ইউনিয়নের নির্বাচন স্থগিত করে দেয়। ৪ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ধর্ষণকারীদের শাস্তি দাবিতে স্মারকলিপি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ জুন ॥ চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে ধর্ষণের শিকার মামাত ও ফুফাত দুই বোনের ভিডিও চিত্র ধারণ ও প্রচারের ঘটনার সঙ্গে জড়িত পাঁচ তরুণকে অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট এ স্মারকলিপি দেয় সামাজিক প্রতিরোধ কমিটি ফরিদপুর জেলা শাখা। একই সঙ্গে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক প্রতিরোধ কমিটির সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকে সরদার সরাফত আলীর নিকট দাবি সংবলিত স্মারকলিপিটি তুলে দেয়।
×