ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্যারাবন কেটে চিংড়ি ঘের

মহেশখালীতে ১শ’ ৮০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৫৪, ১৭ জুন ২০১৬

মহেশখালীতে ১শ’ ৮০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ১৬ জুন ॥ মহেশখালীতে সরকারী প্যারাবন কেটে চিংড়ি ঘের করার চেষ্টা ও বনকর্মীদের ওপর হামলার ঘটনায় বুধবার রাতে ঘটিভাংগা বিট কর্মকর্তা বিপ্লব হোসেন বাদী হয়ে মহেশখালী থানায় যুবলীগ-ছাত্রদল নেতাসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার আসামিরা হলেনÑ উপজেলার বড় মহেশখালীর হাজী মোস্তাক আহমদের পুত্র ও জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক সাজেদুল করিম, তার ভাই মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুল করিম জয়, শহিদুল্লাহ-১, রাহমত উল্লাহ, মোহাম্মদ উল্লাহ, এরশাদ উল্লাহ মুন্না, আনছার উল্লাহ, সেলিম উল্লাহ, নবীর হোসেন, শহিদুল্লাহ-২, নুরুল হাসেন, আনছার উল্লাহ-২, নেছার আহমদ, জাফর আলম, নুরুল কবিরসহ অজ্ঞাতনামা ১শ’ ৮০ জন। জানা যায়, ১৩ জুন উপকূলীয় বনবিভাগের ঘটিভাংগা বিটের আওতাধীন বড় মহেশখালীর হাজী মোস্তাক আহমদের পুত্র ও জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক সাজেদুল করিমের নেতৃত্বে একদল ভূমিদস্যু চিংড়ি ঘের করার জন্য মাটি কেটে রিং বাঁধ দেয়ার চেষ্টা করে। এতে ৫ একর বনভূমির ৫ হাজার গাছ কর্তন, মাটি কেটে খাই-খন্দক করে মৃত্তিকার ভৌগোলিক অবয়ব বিনষ্ট ও পরিবেশ বিনষ্টের পাশাপাশি মৎস্য ও জলপ্রাণীর আবাসস্থল ও বংশ বিস্তারের ক্ষতিসাধনসহ ৫০ লাখ টাকার ক্ষতি করে। জলাবদ্ধতা নিরসন দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর জলাবদ্ধতা নিরসনে খালগুলো অবৈধ দখলদার মুক্ত করে পুনর্খনন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থার উন্নয়ন, রাস্তা-ফুটপাথ অবৈধ দখলমুক্ত করাসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কেসিসি ভবনের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এসএম শাহনওয়াজ আলী। সদস্য সচিব এসএম ইকবাল হোসেন বিপ্লবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জাসদ মহানগর সভাপতি রফিকুল হক খোকন, ওয়ার্কার্স পার্টির শেখ মফিদুল ইসলাম, সাম্যবাদী দলের এফএম ইকবাল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা’র মাহফুজুর রহমান মুকুল, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) এ্যাডভোকেট বাবুল হাওলাদার।
×