ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে ভারি বৃষ্টি

সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন ॥ ফসল নিমজ্জিত

প্রকাশিত: ০৬:৫৪, ১৭ জুন ২০১৬

সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন ॥ ফসল নিমজ্জিত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ জুন ॥ সুন্দরগঞ্জ উপজেলায় দুই দিনের ভারিবর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিমজ্জিত হয়েছে পাটক্ষেত ও বীজতলা। শতাধিক পুকুরের মাছ বের হয়েছে। বর্ষণে পৌর এলাকার সড়ক ধসে যোগাযোগ বিছিন্ন হয়েছে তারাপুর ইউনিয়নবাসীর। গত দুই দিনের ভারিবর্ষণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একনাগাড়ে বর্ষণ হওয়ায় নিম্নাঞ্চলগুলো পানিতে টইটুম্বুর হয়েছে। কোথাও কোথাও চলাচলের সড়ক তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গ্রামাঞ্চলের অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে। চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের পাটক্ষেতগুলোতে ৩-৪ ফুট পানি অবস্থান করছে। আগাম বর্ষালী ধানক্ষেতগুলো নিমজ্জিত হয়েছে। পানিতে ডুবে যাওয়ায় শতাধিক পুকুরের মাছ বের হয়ে গেছে নিম্নাঞ্চলে। সবজিক্ষেত ও আমন বীজতলা নিমজ্জিত হওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বীজতলা, বর্ষালী, সবজিক্ষেত ও পাট নিমজ্জিত হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। নিম্নাঞ্চলগুলোতে জমে যাওয়া পানি প্রয়োজনীয় কালভার্ট, ব্রিজ ও নালা না থাকায় বেরিয়ে যেতে পারছে না। তিস্তা নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারিবর্ষণে পানির ঢলে সুন্দরগঞ্জ পৌরসভার আওতাধীন বালাপাড়া নামক স্থানে মীরগঞ্জ-ইমানগঞ্জ পাকা রাস্তার ২০ ফুট পরিমাণ ধসে পড়ায় তারাপুর ইউনিয়নবাসীর উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া সুন্দরগঞ্জ-রংপুর গ্রামীণ হাইওয়ে সড়কের বামনডাঙ্গা হল মোড়ের কাছে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে রাস্তাও ক্ষয়ে যাচ্ছে। যে কোন মুহূর্তে রাস্তাটি ধসে যেতে পারে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার রাশেদুল ইসলাম জানান, নিমজ্জিত পাটক্ষেত, বীজতলা, বর্ষালীর বিষয়ে পুরো তথ্য সংগ্রহ করা হচ্ছে। অনেক পুকুরের মাছ বেরিয়ে গেছে। নিমজ্জিত এলাকার তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল আলম জানান, বালাপাড়া রাস্তা ধসে গেলেও বামনডাঙ্গা হল মোড়ের কাছে পাকা রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
×