ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও মালয়েশিয়া পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রকাশিত: ০৬:৫২, ১৭ জুন ২০১৬

বাংলাদেশ ও মালয়েশিয়া পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আর্থ-সামাজিক উন্নয়ন, বিদ্যুত ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দুটি ভ্রাতৃপ্রতিম দেশের নিজস্ব স্বার্থেই এটি করা প্রয়োজন। খবর বাসসর। বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতি মোহাম্মদ তাইব বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ অভিমত ব্যক্ত করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন। বৈঠকে দারিদ্র্য দূরীকরণে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা দ্রুততার সঙ্গে দেশের উন্নয়ন সাধনের চেষ্টা করে যাচ্ছি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে কানেকটিভিটি উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) মোটর ভেহিকেল এ্যাগ্রিমেন্ট সম্পাদন ও বাংলাদেশ-চীন-ইন্ডিয়া-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রী আরও বলেন, এসব উদ্যোগের ফলে আমাদের সামনে পার্শ্ববর্তী দেশগুলোসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে কানেকটিভিটির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রী এ সময় কানেকটিভি সম্প্রসারণের পাশাপাশি দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ব্যবসাবাণিজ্য জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন। সাদা ময়ূর সবুজ-শ্যামল প্রকৃতির ছায়াবরণে পরিবেষ্টিত ঢাকা চিড়িয়াখানার দৃষ্টি নান্দনিকতা ও বিচিত্র প্রাণীর সমাহার দীর্ঘদিন ধরেই নগরবাসীকে আকৃষ্ট করে আসছে। সম্প্রতি চিড়িয়াখানায় যোগ হয়েছে সাদা রঙের ময়ূর। এই ময়ূর দেখতেই প্রতিদিন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে শিশুসহ বড়রাও বেড়াতে আসছেন। ময়ূরগুলো পেখম মেলে ঘুরে বেড়াতে পছন্দ করে। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×