ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মহাকাশ গবেষণা বিল পাস

প্রকাশিত: ০৬:৫২, ১৭ জুন ২০১৬

মহাকাশ গবেষণা বিল পাস

সংসদ রিপোর্টার ॥ স্পারসো’র পরিচালনা পর্ষদে দু’জন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাখার বিধান রেখে ‘বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১৬’ পাস করেছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। পাসকৃত নতুন আইনে স্পারসোতে চারজন সার্বক্ষণিক সদস্য রাখার বিধান রাখা হয়েছে। সার্বক্ষণিক সদস্যদের মধ্যে দু’জন থাকবেন এ প্রতিষ্ঠানে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্য থেকে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে। বিলের বিরোধী দলের আনা জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। ১৯৯১ সালের আইন সংশোধনের জন্য তোলা বিলটি চলতি বছর ২৬ এপ্রিল সংসদে তোলার পর তা পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, স্পারসো গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিবেচনা করে দেখা যায়, এর পরিচালনা বোর্ড পুনর্গঠন করে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাধর্মী কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন বিজ্ঞানী বা বিশেষজ্ঞদের বোর্ডে অন্তর্ভুক্ত করা হলে তা প্রতিষ্ঠানের জন্য আরও অগ্রগতি ও সাফল্য অর্জনে সহায়ক হবে। বন্ধ তিন মেডিক্যাল কলেজে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত স্টাফ রিপোর্টার ॥ সাময়িক বন্ধকৃত তিন মেডিক্যাল কলেজে বর্তমান ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়া ও ভবিষ্যতের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের মানবিক দিক ও জনস্বার্থ বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে পূর্ব সিদ্ধান্তের এই সংশোধনী আনা হয়। তবে বেসরকারী মেডিক্যাল কলেজ পরিচালনা নীতিমালার শর্ত পূরণ না করায় আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ওই তিন কলেজে নতুন শিক্ষার্থী ভর্তির স্থগিতাদেশ যথারীতি বহাল থাকবে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। গত ১২ জুন সচিবালয়ে অনুষ্ঠিত বেসরকারী মেডিক্যাল কলেজের শিক্ষা কার্যক্রম পর্যালোচনা সভায় আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিক্যাল কলেজ, রংপুরের নর্দান মেডিক্যাল কলেজ এবং গাজীপুরের সিটি মেডিক্যাল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। পরবর্তীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষায় যেন কোন ব্যাঘাত না ঘটে সেলক্ষ্যে এই সিদ্ধান্ত সংশোধন করে চলমান শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে চট্টগ্রামের সাউদার্ন মেডিক্যাল কলেজের ওপর ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে নতুন ছাত্রছাত্রী ভর্তির নিষেধাজ্ঞা এবং একই জেলায় বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের আসন সংখ্যা ১২৫ থেকে ৭৫-এ কমিয়ে আনার সিদ্ধান্ত বলবৎ থাকবে।
×