ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আউটসোর্সিং ও ই-কমার্সে সামর্থ্য বাড়াতে ১০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬:৫১, ১৭ জুন ২০১৬

 আউটসোর্সিং ও ই-কমার্সে সামর্থ্য বাড়াতে ১০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥ আউটসোর্সিং ও ই-কমার্সে সক্ষমতা বাড়াতে সরকার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) দশ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। সর্বশেষ রাজশাহী ও রংপুর বিভাগে তিনদিনের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এখন এসব উদ্যোক্তাদের মাধ্যমে সাধারণ মানুষ সরকারের ৪৪টি দফতরের সেবা নিতে পারবেন। ইউডিসি প্রশিক্ষণ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচীর আওতায় দেশের ৬৪টি জেলার এসব উদ্যোক্তাদের আউটসোসিং ও ই-কমার্সের ওপর প্রশিক্ষণ দেয়ার কর্মসূচী হাতে নিয়েছে সরকার। এই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়ার আগে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ১০ হাজার উদ্যোক্তা ইউডিসিতে মিনি বিজনেস প্রসেস আউটসোর্সিং সেন্টার (বিপিও) পরিচালনায় দক্ষতা অর্জন করবেন। প্রতিবেদন, নিবন্ধ লেখা থেকে শুরু করে বেশ কয়েকটি বিষয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। চার হাজার ৫৫০টি ইউনিয়ন পরিষদের একটি করে ‘ডায়নামিক ওয়েবসাইট’ করা হবে। ইউডিসি উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক ফিচার ও প্রতিবেদন লেখায় দক্ষ করেও তোলা হবে, যাতে তারা তৃণমূলের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়। তৃণমূলের তথ্যজানালা ওয়েবসাইটে একটি ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) সাইট থাকবে। যেখানে ইউডিসি উদ্যোক্তাদের বিভিন্ন সংবাদ, তথ্য ও ছবি জমা হবে। প্রতিবেদনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন বা ছবি বাছাই করে তথ্যজানালা সম্পাদনা ডেস্কের তত্ত্বাবধানে ইউডিসি উদ্যোক্তাদের মাধ্যমে তথ্যসমৃদ্ধ করে বিভিন্ন মাধ্যমের জন্য ওয়েবসাইটে তুলে ধরা হবে। পলক বলেন, তৃণমূলের উন্নয়ন সংশ্লিষ্ট তথ্য, ঘটনা বা কাহিনী এবং আর্থ-সামাজিক অবস্থার প্রকৃত চিত্র জাতীয় পর্যায়ে তুলে এনে সুশাসন প্রতিষ্ঠার অনুকূলে নাগরিকদের উন্নয়ন সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা এই কর্মসূচীর উদ্দেশ্য। ইউডিসি উদ্যোক্তাদের আয় বৃদ্ধিতে আউটসোর্সিং ও ই-কমার্সের ব্যবহারিক ও প্রয়োগিক দিকের ওপর প্রশিক্ষণ দেয়া হবে। এতে করে একজন উদ্যোক্তা এলাকার অন্যদের প্রশিক্ষণ দিয়ে গ্রামের তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান সুযোগ প্রসারিত করবে। ভবিষ্যতে প্রতিটি ডিজিটাল সেন্টারকে এক একটি বিপিও সেন্টার হিসেবে গড়ে তুলতে সরকার প্রকল্প হাতে নেবে বলেও ঘোষণা দেয়া হয়। তিন বছরমেয়াদী ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচী বাস্তবায়নে ছয় কোটি ৪২ লাখ টাকা ব্যয় হবে। এদিকে বগুড়ায় জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে (নেকটার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূলের তথ্যজানালা কর্মসূচী ও তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) যৌথভাবে আয়োজিত রাজশাহী ও রংপুর বিভাগের তিন দিনব্যাপী প্রশিক্ষক-প্রশিক্ষণ (মাস্টার ট্রেইনার) কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণী মধ্য দিয়ে সারাদেশে ১০ হাজার উদ্যোক্তার প্রশিক্ষণ শেষ হয়েছে। গ্রাম বাংলার উন্নয়নসহ ঐতিহ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা সম্পর্কিত ইতিবাচক ধারার তথ্য ও সংবাদ প্রচারের সুযোগ তৈরি করেছে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমগুলো। এ সুযোগকে কাজে লাগিয়ে সারাদেশের চার হাজার ৫শ’ ৫০টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ হাজার উদ্যোক্তা প্রতিবেদন, ফিচার, আউটসোর্সিং ও ই-কমার্সের প্রশিক্ষণ নিয়ে স্থানীয় তথ্য ও সংবাদ মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবেন। ফলে মানুষ যেমন ক্ষমতায়িত হবে, তেমনি ইউডিসি উদ্যোক্তারা হয়ে উঠবেন একেকজন ইনফোলিডার হিসেবে। আর গ্রাম বাংলার ঐতিহ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য, উন্নয়ন সংবাদ, প্রতিবেদন ও ফিচার রচনা করে তা মানুষের কাছে পৌঁছে দেয়ার কাজটি করতে পারে ইউডিসি উদ্যোক্তারা। ইউডিসিতে নিয়োজিত ১০ হাজার উদ্যোক্তাকে তথ্য, প্রতিবেদন ও ফিচার গুছিয়ে লেখা এবং আউটসোর্সিং ও ই-কমার্সের প্রশিক্ষণ নিয়ে তৃণমূলের তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনার মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে।
×