ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোচ খুঁজতে ভিডিও কনফারেন্স করবেন শচীন

প্রকাশিত: ০৬:৪৮, ১৭ জুন ২০১৬

কোচ খুঁজতে ভিডিও কনফারেন্স করবেন শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ কে হবেন? টি২০ বিশ্বকাপের পর থেকেই এটি নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে। ইতোমধ্যেই মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিদের কোচ হওয়ার জন্য ৫৭ জন আবেদন করেছেন। কোচ নিয়োগের সার্বিক বিষয়াদি খতিয়ে দেখার জন্য লিটল মাস্টার শচীন টেন্ডুলকর ছাড়া তার দুই সাবেক সতীর্থ সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণকে নিয়ে পর্যালোচক কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যেই আবেদনকারীদের মধ্যে থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে ২১ জনের তালিকায় নামিয়ে আনা হয়েছে। তিনজনের এ সমন্বিত কার্যক্রমটিকে ‘ঐশ্বরিক ত্রয়ী’ হিসেবে অভিহিত করছেন অনেকে। তবে এখন আর তিনজন একসঙ্গে নেই! শচীন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে শচীন বাকি দু’জনের সঙ্গে যেকোন প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করে কার্যক্রম চালিয়ে যাবেন। ২২ জুনের মধ্যেই একজনকে কোচ হিসেবে চূড়ান্ত করে বিসিসিআইয়ের কাছে নাম দিতে হবে এ কমিটির। শচীন-লক্ষণ-গাঙ্গুলী এই ঐশ্বরিক ত্রয়ীর সঙ্গে আছেন বিসিসিআইয়ের সিনিয়র কর্মকর্তা সঞ্জয় জাগদালে। ভারত জাতীয় দলের কোচ হওয়ার জন্য দারুণ প্রতিযোগিতা শুরু হয়েছে। ৫৭ জন আবেদন করার পর যাচাই-বাছাই শেষে সেটাকে নামিয়ে আনা হয়েছে ২১ জনে। এখন চূড়ান্তভাবে একজনকে নির্বাচনের অপেক্ষা। বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে শচীন নিজে সশরীরের উপস্থিত থাকছেন না এতে। তবে তিনি সবসময় যাতে যোগাযোগ রক্ষা করতে পারেন সেজন্য প্রযুক্তির ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে বিসিসিআই বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত হয়েছি যে তিনি ভিডিও কনফারেন্স সুবিধাটি ব্যবহার করে নিজের উপস্থিতি রাখবেন।’ উচ্চমর্গের এ কমিটির হাতে আর এক সপ্তাহ সময়ও নেই। ২২ জুনের মধ্যে কোন একজনকে কোচ হিসেবে চূড়ান্ত করতে হবে। অনুমোদনের জন্য নামটা জমা দিতে হবে বিসিসিআইয়ে।
×