ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন আঙ্গিকে প্রিমিয়ার ফুটবল লীগ

প্রকাশিত: ০৬:৪৭, ১৭ জুন ২০১৬

নতুন আঙ্গিকে প্রিমিয়ার ফুটবল লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন আঙ্গিকে শুরু হওয়ার অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের ২০১৫-১৬ মৌসুম। আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে নতুন মৌসুমের ময়দানী লড়াই। প্রথমে ১০ জুলাই শুরু হওয়ার কথা থাকলেও তারিখ পেছানো হয়েছে। বৃহস্পতিবার বাফুফে ভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লীগ কমিটির সভায় নতুন মৌসুমের সূচী ঘোষণা করেন কমিটির চেয়ারম্যান আব্দুল সালাম মুর্শেদী। কিছুটা বিলম্বে শুরু হলেও এবারের লীগে থাকছে অনেক চমক। প্রিমিয়ার লীগে আগে প্রায় সব ম্যাচই অনুষ্ঠিত হতো ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এবার এটা আমূলে বদলে ফেলা হয়েছে। দর্শক জনপ্রিয়তার কথা মাথায় রেখে আসন্ন লীগের সিংহভাগ ম্যাচই আয়োজন করা হবে ঢাকার বাইরে। লীগ কমিটির সভায় জানানো হয়েছে, ২০১৫-১৬ মৌসুমের ১৩২ ম্যাচের মধ্যে মাত্র ২৪ ম্যাচ হবে রাজধানীতে। আর ১০৮ ম্যাচই হবে ঢাকার বাইরে। আসন্ন লীগের খেলা ঢাকাসহ দেশের ছয় ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ১২ দল। ২৪ জুলাই উদ্বোধনী ম্যাচ হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা হবে এমএ আজিজ স্টেডিয়াম-চট্টগ্রাম ও সিলেট জেলা স্টেডিয়ামে। প্রতি পর্বে প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম-রাজশাহী, আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম-বরিশাল ও ময়মনসিংহ/ গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রতি পর্বে প্রতিদিন ১টি করে খেলা অনুষ্ঠিত হবে। সাইফ গ্লোবাল পাওয়ারটেক লিমিটেড ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৫-১৬’ এর প্রচার, ব্রান্ডিং, টিভি রাইটস, রেডিও, মার্কেটিং ও মিডিয়াসহ সব দায়িত্ব পালন করবে। রিও অলিম্পিকে নেতৃত্ব দেবেন ফেদেরার স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে সুইজারল্যান্ডকে নেতৃত্ব দেবেন দেশটির কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির টেনিস ফেডারেশন। তার সঙ্গে থাকবেন স্টানিসøাস ওয়ারিঙ্কা। ফেদেরারের বর্তমান বয়স ৩৪। ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া রিও অলিম্পিক হবে তার ক্যারিয়ারের পঞ্চম এবং সম্ভবত শেষও। ক্যারিয়ারের শেষটা স্বর্ণপদক জয়ের মধ্য দিয়েই ইতি টানতে চান রজার ফেদেরার। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে স্টানিসøাস ওয়ারিঙ্কার সঙ্গে ডাবলসের স্বর্ণপদক জিতেছিলেন রজার ফেদেরার। চার বছর আগে লন্ডন অলিম্পিকে এককে রৌপ্যপদক জিতেছিলেন ১৭ গ্র্যান্ডসøামের মালিক। সেবার ফাইনালে ব্রিটেনের এ্যান্ডি মারের কাছে হার মেনেছিলেন রজার ফেদেরার।
×