ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপার কাছাকাছি রূপগঞ্জ, ভিক্টোরিয়া, আবাহনী

প্রকাশিত: ০৬:৪৬, ১৭ জুন ২০১৬

শিরোপার কাছাকাছি রূপগঞ্জ, ভিক্টোরিয়া, আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ কথায় আছে, ‘যায় দিন ভাল, আসে দিন খারাপ।’ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে মোহামেডানের বেলাতে যেন এ কথার যথার্থ প্রমাণ মিলছে। যে দলটি লীগ পর্বে কয়েকটি রাউন্ডে শীর্ষস্থানে থাকে। সেই দলটিই কিনা সুপার লীগে এখন সবার নিচে নেমে গেছে! সেই সঙ্গে শিরোপা জয়ের যে আশা, সেই আশারও যেন মৃত্যু হতে চলেছে। আরেকটি ম্যাচ হারলেই হয়ত শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাবে মোহামেডানের। চরম বিপাকেই আছে ‘সাদা-কালো’ শিবির। শুধু মোহামেডান কেন, একইরকম বিপাকে আছে প্রাইম দোলেশ্বর ও প্রাইম ব্যাংকও। যদি সুপার লীগের দ্বিতীয় পর্বে ভিক্টোরিয়া জিতত, আর প্রাইম ব্যাংক হারত; তাহলেই প্রাইম ব্যাংকের বিদায় ঘণ্টা বাজত। শিরোপা স্বপ্ন শেষ হয়ে যেত। কিন্তু সেই স্বপ্ন এখনও বেঁচে আছে। তবে শিরোপা জেতাটা প্রাইম ব্যাংকের জন্য মনে হচ্ছে খুবই কঠিন। ঠিক যেমনটি কঠিন মোহামেডানের জন্যও। আরেকটি দল আছে। যে দলটিও ভাল খেলতে খেলতে শেষ মুহূর্তে এসে বিপাকে পড়ে গেছে। শিরোপা স্বপ্ন তাদেরও ধূলিসাৎ হওয়ার পথে। দলটির নাম প্রাইম দোলেশ্বর। লীগ পর্ব ও সুপার লীগ মিলিয়ে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করা দল ঢাকা লীগের চ্যাম্পিয়ন হয়। সেই শিরোপা জয়ের সবচেয়ে কাছে আছে তিনটি দলÑ লিজেন্ডস অব রূপগঞ্জ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। মনে করা হচ্ছে, শেষপর্যন্ত এ তিন দল থেকেই একটি দল হবে এবারের আসরের চ্যাম্পিয়ন। এবারের আসরের অন্তিম লগ্ন এসেই পড়েছে। প্রতি দলেরই আর তিন করে ম্যাচ রয়েছে। সেইগুলো শেষেই পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা দল শিরোপা ঘরে তুলবে। পয়েন্ট তালিকায় এখন এককভাবে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রূপগঞ্জ। পরের দুটি অবস্থানে আছে ভিক্টোরিয়া ও আবাহনী। রূপগঞ্জ থেকে ১ পয়েন্ট পেছনে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া থেকে আবার ১ পয়েন্ট পেছনে আবাহনী। এ তিন দলের মধ্যেই মূলত শিরোপা লড়াইটি জমে উঠেছে। তবে শিরোপায় হাতছানি দিতে পারে প্রাইম দোলেশ্বর, প্রাইম ব্যাংক ও মোহামেডানও। এ তিন দলেরই ১৪ পয়েন্ট করে রয়েছে। আর সমস্যাটি হচ্ছে এখানেই। কোনভাবে যদি আরেকটি ম্যাচ জিতে রূপগঞ্জ, আর ১৪ পয়েন্ট করে থাকা তিন দল হারে; তাহলে পয়েন্ট তালিকার নিচে থাকা দলগুলোর বিদায় ঘটবে। মানে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাবে। রূপগঞ্জ জিতলে, দোলেশ্বর, প্রাইম ব্যাংক, মোহামেডানের মধ্যে যে দল হারতে থাকবে, তাদেরই এবার শিরোপা জেতার খায়েশের অপমৃত্যু ঘটবে। কারণ, রূপগঞ্জ আরেকটি ম্যাচ জিতলে হবে ২০ পয়েন্ট। ১৪ পয়েন্ট করে থাকা দল হারলে একই পয়েন্ট থাকবে। হাতে থাকবে ২ ম্যাচ। তখন টানা দুই ম্যাচ জিতলেও ১৮ পয়েন্টের বেশি হবে না। শুধু প্রাইম দোলেশ্বর ছাড়া। সুপার লীগের প্রথম ম্যাচে আবাহনীর বিপক্ষে প্রাইম দোলেশ্বরের ম্যাচের ফলের যে এখনও নিষ্পত্তি হয়নি। তা বিসিবির কোর্টেই আছে। আর ১৪ পয়েন্ট পাওয়া দলগুলোর শিরোপা জিততে হলে সব ম্যাচ জিততে হবে। সঙ্গে পয়েন্ট তালিকার উপরে থাকা দলগুলোকেও হেরে যেতে হবে। এখন দেখা যাক, নিচে থাকা কোন দল সবার আগে ছিটকে পড়ে। যখন ছিটকে পড়ার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে, তখনই চ্যাম্পিয়ন রেশে থাকা দলগুলোর দিকেও দৃষ্টি আছে সবার। রূপগঞ্জ, ভিক্টোরিয়া ও আবাহনীর মধ্যকার পয়েন্ট পার্থক্য খুব বেশি নয়। তবে এই তিন দলের মধ্যে আবার বিপাকে আছে আবাহনী। দলটি এবার সেরা দল গড়েছে। শুরুতে মনে হয়েছিল, একটি ম্যাচও হারবে না। কাগজে-কলমে চ্যাম্পিয়ন দল। কিন্তু ১২ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৪টিতেই হেরেছে। চ্যাম্পিয়ন হতে হলে আবাহনীকে হাতে থাকা ৩ ম্যাচেই জিততে হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই রূপগঞ্জ একটি ম্যাচে হারবে। ভিক্টোরিয়াও হারবে। তখন রূপগঞ্জ তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতলেও আবাহনীর সমান ২২ পয়েন্টই হবে। সুপার লীগের ‘হেড টু হেডে’ এগিয়ে থেকে আবাহনীই চ্যাম্পিয়ন হবে। তখন প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচটি যে হয়নি, সেই ম্যাচের ফল কোন প্রভাবই বিস্তার করবে না। আর যদি বাকি থাকা ম্যাচগুলোর মধ্যে আবাহনী একটি ম্যাচ হেরে যায়, রূপগঞ্জ দুটি ম্যাচ জিতে; তখন আবাহনী থেকে রূপগঞ্জ ২ পয়েন্ট এগিয়ে থাকবে। সেক্ষেত্রে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচটির ফল আবাহনীর জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি রূপগঞ্জকে সুপার লীগে হারাতে পারে আবাহনী। না হলে এবার সবচেয়ে দামী দল, নামী দল আবাহনীরও শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাবে।
×