ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘কাটার মাস্টার’ পুরোপুরি ফিট হতে ছয় সপ্তাহ লাগবে

মুস্তাফিজকে পাচ্ছে না মোহামেডান!

প্রকাশিত: ০৬:৪৬, ১৭ জুন ২০১৬

মুস্তাফিজকে পাচ্ছে না মোহামেডান!

স্পোর্টস রিপোর্টার ॥ শুধু দলের সঙ্গে বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের নামটিই যুক্ত করতে পারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু মুস্তাফিজকে আর বোধ হয় খেলাতে পারল না। বাকি আছে সুপার লীগের আর তিন রাউন্ড। মোহামেডানেরও আছে বাকি তিন ম্যাচ। সেই ম্যাচগুলোতেও মুস্তাফিজকে মোহামেডানের হয়ে খেলতে দেখা যাবে না। মুস্তাফিজকে শেষপর্যন্ত পাচ্ছে না মোহামেডান। জাতীয় ক্রিকেট দলের ট্রেইনার মারিও ভিল্লাভারায়েন সেই রকম ইঙ্গিতই দিলেন। বুঝিয়ে দিলেন, মুস্তাফিজকে ঠিক হতে এক মাস সময় লাগবে। সেটিও নাকি আবার নির্ভর করে মুস্তাফিজের ওপর। বৃহস্পতিবার ভিল্লাভারায়েন বললেন, ‘প্রতি সপ্তাহেই তার এ্যাসেসমেন্ট চলছে। তবে নিজেকে ফিরে পাওয়ার বিষয়টি অনেকাংশে তার নিজের ওপর নির্ভর করছে। কেননা সে যত বেশি ট্রেনিংয়ে সময় দেবে তত দ্রুত নিজেকে ফিরে পাবে। আর এ জন্য আদর্শ সময় হলো এক মাস।’ প্রায় দুই মাস ভারতে থেকে আইপিএল খেলে এসে ৯ জুন পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় মুস্তাফিজের। বুধবারই এক সপ্তাহ শেষ হয়। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন মুস্তাফিজ। আইপিএল খেলার আগে থেকেই এ সমস্যা ছিল। আইপিএল খেলে এ সমস্যা আরও বেড়েছে। এর সঙ্গে আইপিএল চলাকালে ঠিকমতো না খাওয়ায় ওজনও কমে গেছে। ২ কেজি ওজন কমেছে। এ্যাঙ্কেলের নিচের দিকেও খানিক সমস্যা রয়েছে। এ তিন সমস্যা দূর করার জন্যই মুস্তাফিজের এখন পুনর্বাসন প্রক্রিয়া চলছে। শুরুতে জানা গিয়েছিল, ১০ দিনেই মুস্তাফিজ বুঝতে পারবেন কতটা সুস্থ। সঙ্গে এও জানা যায়, বিশেষ সময় লাগলে তিন সপ্তাহও লেগে যেতে পারে। কিন্তু এখন শোনা যাচ্ছে, এক মাস সময় লাগবে। তার মানে আরও তিন সপ্তাহ লাগবে। যদি তাই হয় তাহলে মোহামেডানের হয়ে ঢাকা লীগে খেলার কোন সম্ভাবনাই নেই মুস্তাফিজের। অথচ সুপার লীগের দ্বিতীয় রাউন্ডে মোহামেডানের মাঠে নামার আগে ‘সাদা-কালো’ শিবিরে যখন মুস্তাফিজকে দেখা যায়, তখন মোহামেডানের হয়ে খেলতে নামবেন কাটার মাস্টার; সেই শব্দই উচ্চারিত হয়। কিন্তু সেই সুযোগ নেই। লীগ এ মাসেই শেষ হয়ে যাবে। মুস্তাফিজের সেরে উঠতেই লাগবে জুলাইয়ের প্রথম সপ্তাহ। তবে কাউন্টি ক্রিকেটে টি২০ ব্লাস্ট টুর্নামেন্টটি যেহেতু শেষ হবে আগস্টে; তাই সেখানে খেলতে পারেন মুস্তাফিজ। কাউন্টি দল সাসেক্সের অধিনায়ক লুক রাইট আগেই বলেছেন, ‘আমরা মুস্তাফিজের অপেক্ষায় আছি।’ সেই অপেক্ষার প্রহর গুনতেই আছে সাসেক্স। তবে ভিল্লাভারায়েনের বক্তব্যের পর বোধ হয় মোহামেডানের অপেক্ষা শেষ হয়ে গেল। যখন মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়ার কথা জানানো হয়, তখন সবাই আঁতকে উঠে। তাহলে কী অনেক বড় সমস্যায় ভুগছেন মুস্তাফিজ? সেই প্রশ্নই চতুর্দিকে ঘুরপাক খায়। কিন্তু ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়ে দেন, মারাত্মক কিছু নয়। ছোটখাটো কয়েকটি সমস্যা। যা দ্রুতই সেরে ওঠা সম্ভব। কিন্তু ভিল্লাভারায়েন সেই সেরে ওঠার সময় এক মাস করে দিলেন! এমনকি পুরোপুরি সেরে উঠতে নাকি ছয় সপ্তাহও লাগবে! কারণ মুস্তাফিজের ফিটনেস সন্তোষজনক নয়।
×