ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের আন্তর্জাতিক আম্পায়ার প্যানেল

বাদ পড়লেন বিলি বাউডেন

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ জুন ২০১৬

বাদ পড়লেন বিলি বাউডেন

স্পোর্টস রিপোর্টার ॥ যা দিয়ে এত বিশ্বব্যাপী এত পরিচিতি, তাতেই বারোটা বাজল নিউজিল্যান্ডের আম্পায়ার বিলি বাউডেনের। আম্পায়ারিংকে আলাদা রূপেই দাঁড় করান নিউজিল্যান্ডের এ আম্পায়ার। অথচ তিনিই কিনা, তা বিচিত্র অঙ্গভঙ্গির জন্য নিউজিল্যান্ডের আন্তর্জাতিক আম্পায়ারের প্যানেল থেকে বাদ পড়ে গেলেন। তবে আছেন দেশী আম্পায়ারদের প্যানেলে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে এবার আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার করা থেকে সরিয়ে নিয়েছে। আম্পায়ারদের মধ্যে বিচিত্র ধরনের আচরণ ভঙ্গিমার মাধ্যমে ইতোমধ্যে পুরো বিশ্বে নাম কুড়িয়েছেন নিউজিল্যান্ডের এ আম্পায়ার। কিন্তু তাকে বোধ হয় আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বুধবার নিজেদের আন্তর্জাতিক আম্পায়ার প্যানেল থেকে বাদ দিয়েছে বিলি বাউডেনকে। ৫৩ বছর বয়সী বিলি বাউডেনকে বাদ দেয়ার জন্য কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে তার বিচিত্র অঙ্গভঙ্গিকে। অথচ ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এই রকম বিচিত্র অঙ্গভঙ্গির মাধ্যমেই আম্পায়ারিং করে যাচ্ছেন বিলি বাউডেন। এখন পর্যন্ত ২০০ ওয়ানডে এবং ৮৪ টেস্ট ম্যাচের দায়িত্ব পালন করেছেন এই আম্পায়ার। ঝুলিতে ২৪ আন্তর্জাতিক টি২০ ম্যাচ আয়োজনেরও অভিজ্ঞতা রয়েছে তার। ১৯৯৫ সালে ওয়ানডেতে অভিষেক হলেও টেস্টে আম্পায়ারিংয়ে অভিষেক হয় পাঁচ বছর পর। অন্যরকম আচরণের কারণে আইসিসির এলিট প্যানেলের সবচেয়ে স্বীকৃত ব্যক্তিবর্গের অন্যতম একজন ছিলেন তিনি। ২০১৩ সালেই এলিট প্যানেল থেকে বাদ পড়েন। কিন্তু ২০১৪ সালে তার স্বদেশী টনি হিলের অবসরের পরে একবার পুনঃবহাল করা হয়েছিল। কিন্তু ২০১৫ সালে আবারও এলিট প্যানেল থেকে বাদ দেয়া হয়। এখন কেবলমাত্র ঘরোয়া ক্রিকেটেই আম্পায়ারের দায়িত্ব পালন করতে পারবেন বিলি বাউডেন। নিউজিল্যান্ডের আন্তর্জাতিক আম্পায়ার প্যানেল ঢেলে সাজাতে গিয়েই বাউডেনকে বাদ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাতে করে ক্রিকেট মাঠে হয়ত আর আম্পায়ারদের মজা করার দৃশ্যও দেখা যাবে না। মজা করে একবার গ্লেন ম্যাকগ্রাকে বিলি বাউডেন লাল কার্ড দেখান। এরপর থেকে তো আইসিসি ক্রিকেটে হলুদ ও লাল কার্ড প্রচলনেরই ভাবনায় মশগুল হয়ে যায়! ফুটবল, হকি এবং রাগবি খেলায় হলুদ ও লালকার্ড ব্যবহার করেন ম্যাচ পরিচালনকারীরা। খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার করা হয়। তবে ক্রিকেট মাঠে খেলোয়াড়দের সতর্ক কিংবা শাস্তির জন্য হলুদ কিংবা লালকার্ডের প্রচলন নেই। তবে হ্যাঁ, ক্রিকেটে একবার লালকার্ডের ঘটনা ঘটেছিল। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার টি২০ ম্যাচে লালকার্ড দেখেন অসি পেসার গ্লেন ম্যাকগ্রা। তাকে লালকার্ড দেখান নিউজিল্যান্ডের মজার আম্পায়ার বিলি বাউডেন। ম্যাচের শেষ বলে আন্ডার আর্ম ডেলিভারি করেছিলেন ম্যাকগ্রা। হাত না ঘুরিয়ে বল দিয়েছিলেন গড়িয়ে। এতে তাকে লালকার্ড দেখান বিলি বাউডেন। কিন্তু সেটা ছিল স্রেফ মজা। ম্যাচ পরিচালনা করতে গিয়ে নানা মজার ঘটনা উপহার দেয়া বাউডেন কাজটি করেছিলেন মজা করে। এমন বহু মজা মাঠে উপহার দিয়েছেন বাউডেন। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবার আন্তর্জাতিক আম্পায়ার প্যানেল থেকেই বাউডেনকে বাদ দিয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে আর বাউডেনকে দেখা যাবে না।
×