ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোপায় কলম্বিয়ার সামনে বাধা পেরু

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ জুন ২০১৬

কোপায় কলম্বিয়ার সামনে বাধা পেরু

স্পোর্টস রিপোর্টার ॥ কোপা আমেরিকায় গ্রুপ পর্বের বাধা পেরিয়ে আজ থেকে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথম দিনেই ইকুয়েডরের মুখোমুখি হয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মোকাবেলা করবে পেরু। কোপার ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ আটে জায়গা করে নেয় পেরু। আর ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে কলম্বিয়া। লাতিন আমেরিকার এই দুই দলই এবার হট ফেবারিট। তাই উত্তেজনাপূর্র্ণ ম্যাচ হবে বলেই ধারণা করছেন ফুটবলবোদ্ধারা। কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই জয় পায় কলম্বিয়া। আর তাতেই ১ ম্যাচে আগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় জোশে পেকারম্যানের দল। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোস্তার বিপক্ষে হেরে বসে কলম্বিয়া। তবে এই ম্যাচে দলের ১০ জনকেই বদল করেন কলম্বিয়ার কোচ। এটাকে অনেকেই পেকারম্যানের কৌশল হিসেবে মনে করছেন। কেননা গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিলে প্রতিপক্ষ আরও কঠিন হতে পারত। তাছাড়া আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার কারণে দলের তারকা ফুটবলারদের বিশ্রামে রাখার সুযোগটাকেও দারুণভাবে কাজে লাগালেন পেকারম্যান। অন্যদিকে ‘বি’ গ্রুপের দল পেরু এবার টুর্নামেন্টের চমক! কেননা কোপার অন্যতম ফেবারিট দল ব্রাজিলকে বিদায় করে যে শেষ আটের টিকেট নিশ্চিত করে তারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে মাত্র ১-০ গোলের জয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করে পেরু। দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ড্র করে তারা। তাই শেষ আটের টিকেট নিশ্চিত করার জন্য তাদের প্রয়োজন ছিল ব্রাজিলের বিপক্ষে জয়। আর সেই ম্যাচেই তারা ১-০ গোলে সেলেসাওদের হারিয়ে দেয়। তবে বিতর্কিত গোলে! যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা বির্তকের নাম। পেরুর কাছে ব্রাজিলের এই পরাজয়ই কোপা থেকে ছিটকে দেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। শুধু তাই নয়, ১৯৮৭ সালের পর এবারই প্রথম লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপার গ্রুপ পর্বে নেই ব্রাজিল! টুর্নামেন্টের অন্যতম সেরা দল না থাকায় কোপার আকর্ষণও কিছুটা যে হারিয়ে ফেলেছে তা আর নতুন করে বলার কিছু নেই। পেরুর বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে কলম্বিয়া। এখন পর্যন্ত ২২ ম্যাচ জিতেছে তারা। আর পেরুর জয় ১৮ ম্যাচে। এছাড়া বাকি ২১ ম্যাচে ড্র করে তারা। তবে কলম্বিয়া ফুটবল বিশ্বে আলো ছড়াতে শুরু করেছে গত দুই যুগ ধরে। ১৯৮৩ সালের পর থেকে পেরুর কাছে মাত্র ৩ বার হেরেছে তারা। সর্বশেষ এই দুই দল একে অন্যের মুখোমুখি হয়েছিল ২০১১ সালে। এই কোপা আমেরিকার নকআউট পর্বেই। সেবার পেরু ২-০ গোলে হারিয়েছিল কলম্বিয়াকে। কোপা আমেরিকায় দুইবারে চ্যাম্পিয়ন পেরু। আর কলম্বিয়া একবার লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল। তবে মজার বিষয় হলো ১৯৭৫ সালে কোপা আমেরিকার ফাইনালে এই কলম্বিয়াকে হারিয়েই দ্বিতীয়বার শিরোপা জিতেছিল পেরু। কলম্বিয়ার সামনে এবার সেই হারের প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ। পারবে কী দুর্দান্ত ফর্মে থাকা জেমস রড্রিগুয়েজের দল? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×