ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিও অলিম্পিকে খবর আছে রাশিয়ার!

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ জুন ২০১৬

রিও অলিম্পিকে খবর আছে রাশিয়ার!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বব্যাপী এ্যাথলেটদের মধ্যে ড্রাগ গ্রহণের প্রবণতা ছড়ানো এবং অধিকাংশ রাশিয়ান এ্যাথলেট নিষিদ্ধ ড্রাগে আসক্ত এমন একটি তথ্য অনুসন্ধানীর প্রতিবেদনে অভিযোগ করা হয় গত নবেম্বরে। তখন থেকেই আন্তর্জাতিক এ্যাথলেটিক্সের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইএএএফ সাময়িকভাবে নিষিদ্ধ করে রাশিয়ান এ্যাথলেটিক্স ফেডারেশনকে। এমনকি আসন্ন আগস্টে রিও ডি জেনিরো গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করা নিয়েও শঙ্কা ছিল। তবে রাশিয়া ডোপবিরোধী কর্মকা-ে ব্যাপক কার্যক্রম চালানোর পর কিছুটা নরম হয়েছিল আইএএএফ। রিও অলিম্পিকে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে আজই সিদ্ধান্ত জানাবে আইএএএফ। কিন্তু এর একদিন আগেই আরেক অলিম্পিক সাঁতারু ডোপ টেস্টে পজিটিভ হয়ে ভজকট পাকিয়ে দিয়েছেন। তিনবার অলিম্পিকে অংশ নেয়া ইয়ানা মার্টিনোভা ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। তাকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর এতে আরেকটা বড় ধাক্কা খেয়েছে রাশিয়ান এ্যাথলেটিক্স ফেডারেশন। আজ আইএএএফের সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে নতুন এই ঘটনার পর। যদি রাশিয়া অলিম্পিক থেকে নিষিদ্ধ হয় সেক্ষেত্রে সেরা কয়েকজন এ্যাথলেটকে এবার দেখবে না রিও এবং বিশ্ব। আর আগেই টেনিস তারকা মারিয়া শারাপোভা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) কর্তৃক ২ বছর নিষিদ্ধ হয়েছেন নিষিদ্ধ মেলডোনিয়াম গ্রহণের জন্য। মাথার ওপর শাস্তির খ—গ ঝুলেই ছিল। গত নবেম্বর থেকে আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি রাশিয়ার এ্যাথলেটরা। আইএএএফের সাময়িক নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এ কয়েক মাসে রাশিয়া তাদের ডোপবিরোধী কার্যক্রমটি অনেক শক্তিশালী করে ঢেলে সাজায়। বেশ কিছু কার্যক্রমও পরিচালনা করে এবং অনেক এ্যাথলেটকে নিষিদ্ধ করে। সেই সঙ্গে অলিম্পিকে অংশ নেয়ার জন্য আইএএএফকে ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকে। সার্বিক বিষয় বিবেচনা করে আজ এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সময় নির্ধারণ করে আইএএএফ। আজই হয় তো জানা যাবে রাশিয়া আগস্টে অনুষ্ঠিতব্য রিও অলিম্পিকে অংশ নিতে পারবে কিনা। কিন্তু এর আগেই বড় আরেকটি ধাক্কা লেগেছে রাশিয়ার ভাগ্যে। তিন অলিম্পিকে অংশ নিয়েছিলেন মার্টিনোভা। কিন্তু এবার রাশিয়া অলিম্পিকে যাওয়ার সুযোগ পেলেও তার যাওয়া হচ্ছে না এটা নিশ্চিত। রক্তে নিষিদ্ধ ওষুধ ওস্টারিনের অস্তিত্ব পাওয়ার পর ২০১৫ সালের জুলাইয়ে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এবার চূড়ান্ত পরীক্ষায় তার ডোপ আসক্তি নিশ্চিত হওয়ার পর ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার ডোপবিরোধী প্রতিষ্ঠান রুসাডা (আরইউএসএডিএ)। আজ যখন আইএএএফ রাশিয়ার অলিম্পিক অংশগ্রহণের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে বসবে এর আগে এমন একটি ঘটনা অনেক বড় প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। তাই আরও বড় শঙ্কার মেঘ জমল রাশিয়ার অলিম্পিক অংশগ্রহণের ক্ষেত্রে। রাশিয়ার জন্য বড় দুঃখটা কিছুদিন আগেই হয়েছে। টেনিসে স্বর্ণ পদকের জন্য বড় রকমের সম্ভাবনা ছিল তাদের। শারাপোভাকে নিয়ে দলও গড়া হয়েছিল। কিন্তু তিনি নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম গ্রহণের কারণে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে। তাকে সম্প্রতি আইটিএফ ২ বছর নিষিদ্ধ করেছে। তাই টেনিসে বড় তারকা হারিয়েছে রাশিয়া। আর অলিম্পিকে অংশগ্রহণের ছাড়পত্র না পেলে আরও কয়েকজন সেরা এ্যাথলেটকে দেখা থেকে বঞ্চিত হবে বিশ্ববাসী। পোল ভল্টের রানী, তিনবারের অলিম্পিক স্বর্ণ জয়ী ৩৪ বছর বয়সী ইয়েলিনা ইসিবায়েভা, ৩৩ বছর বয়সী গতবারে অলিম্পিক হাইজাম্প চ্যাম্পিয়ন আনা চিচেরোভা, ২৫ বছর বয়সী গত অলিম্পিকের হার্ডলস চ্যাম্পিয়ন সের্গেই সুবেনকভ এবং ২৩ বছর বয়সী হাইজাম্প বিশ্বচ্যাম্পিয়ন মারিয়া কুচিনার মতো তারকাদের দেখা যাবে না অলিম্পিক মঞ্চে।
×