ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিকে দায়িত্ব পালন করবেন মিকেল

ব্রাজিলের নতুন কোচ তিতে

প্রকাশিত: ০৬:৪৩, ১৭ জুন ২০১৬

ব্রাজিলের নতুন কোচ তিতে

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আমেরিকার ফুটবল বিশ্বকাপ খ্যাত ‘কোপা আমেরিকা’ আসরের প্রাথমিক পর্ব শেষ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন ভরাডুবির পর কোচ কার্লোস দুঙ্গাকে বরখাস্ত করা হয়েছে। একদিনের মধ্যেই নতুন কোচ খুঁজে পেয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। করিন্থিয়ান্সের কোচ আদেনর লিওনার্দো তিতে দায়িত্ব পেয়েছেন নেইমারদের নতুন কোচ হিসেবে। করিন্থিয়ান্স প্রেসিডেন্ট রবার্তো ডি আন্দ্রেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আসন্ন অলিম্পিকে ব্রাজিলের স্বপ্ন পুরণের মিশনে কোচের দায়িত্বে থাকবেন রোজারিও মিকেল। বর্তমানে অনুর্ধ ২০ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এবার কোপা আসরে নেইমার বিহীন একটি আনকোরা দল নিয়ে অভিযানে যায় ব্রাজিল। অলিম্পিকে খেলবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কিন্তু কোপায় খেলার জন্য তার ক্লাব বার্সিলোনা ছাড় দেয়নি। তবে নেইমারবিহীন দলটিতে ছিল এক ঝাঁক তরুণ। সেই তারুণ্য নিয়ে এত বড় আসরে দারুণ লজ্জার সম্মুখীন হয়েছে সেলেসাওরা। দুর্বলতম দল হাইতির বিপক্ষে ৭-১ গোলের বড় জয় তুলে নিলেও বাকি দুই ম্যাচ জিততে পারেনি দুঙ্গার শিষ্যরা। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র ও পেরুর কাছে ১-০ গোলে হেরে প্রাথমিক পর্ব থেকেই বিদায় নেয় ব্রাজিল। এরপরই দুঙ্গা ও তার পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করে সিবিএফ। কিন্তু বেশি বিলম্ব করেনি তারা নতুন কোচ নিয়োগে। ব্রাজিলের সাওপাওলো কেন্দ্রিক ক্লাব করিন্থিয়ান্সের কোচ তিতে এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে নামবেন। ৫৫ বছর বয়সী এ কোচ ব্রাজিলের শীর্ষস্থানীয় ক্লাবসমূহ, যেমন- গ্রেমিও, এ্যাটলেটিকো মিনেইরো ও পালমেইরাসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আরব আমিরাতের দুই ক্লাব আল আইন ও আল ওয়াহদার কোচও ছিলেন। তিন মেয়াদে করিন্থিয়ান্সের কোচ হিসেবে দায়িত্ব পালনকালে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলিয়ান লীগ শিরোপা, ২০১৩ সালে কোপা সুদামেরিকানা এবং ২০১২ সালে আঞ্চলিক কোপা লিবারট্যাডোরেস ও ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন। ‘পরিস্থিতির পরিবর্তন আনতে সিদ্ধহস্ত’ কোচ তিতে, এমন কথা এখন প্রতিষ্ঠা পেয়ে গেছে তার পাওয়া সাফল্যের কারণে। তবে বর্তমানে ব্রাজিলের লেজে-গোবরে অবস্থার উন্নতি ঘটাতে বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য। ২০১৪ সালের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে ইতিহাসে নিজেদের সবচেয়ে বাজে হারটির পর থেকেই সময় ভাল যাচ্ছে না সেলেসাওদের। তবে দুঙ্গা কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। যদিও তার অধীনে বেশকিছু পরাজয়ও দেখেছে দল। বিশেষ করে ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের প্রতিযোগিতায় ব্রাজিল বেশ নাজুক পরিস্থিতির মধ্যেই আছে। ব্রাজিলকে ২০১৮ বিশ্বকাপে খেলার জন্য রাশিয়াগামী টিকেই পাইয়ে দেয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিতের জন্য। তাছাড়া দেশে চলমান আর্থিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতির ধাক্কা সবকিছুর সঙ্গে লড়াই করে টিকে থাকতে হবে তাকে। আর দলের একেবারে বাজে পরিস্থিতির উন্নতিও ঘটাতে হবে সিংহাসন অটুট রাখতে হলে। ব্রাজিলকে গৌরবময় দিনগুলোতে ফিরিয়ে দেয়ার জন্য কঠিনতম লড়াই করতে হবে নতুন কোচকে এমনটাই মনে করেন দেশটির প্রভাবশালী ক্রীড়া সাংবাদিক জুকা কেফুরি। তিনি বলেন, ‘সম্প্রতি তার অনেক জয় আছে। তাকে নিয়ে ব্রাজিলকে সেই পুরনো গৌরব ফিরে আনার পরিকল্পনা নেয়া হচ্ছে। কিন্তু কোচ পরিবর্তন করে ব্রাজিলের সমস্যা সমাধান করা যাবে না। গঠনগত যে দুর্নীতি এখন চলছে সেটা মোকাবেলা করে চলতে হবে তাকে।’ তিতে তার ডাকনামটা পেয়েছিলেন ব্রাজিলের সাবেক কোচ লুইজ ফেলিপে সোলারির কাছ থেকে। মেধাবী খেলোয়াড় হিসেবে তাকে বিভিন্ন স্থানীয় ফুটবল ক্লাবের পরিচালকদের সঙ্গে তিতেকে পরিচয় করিয়ে দিতেন এই নামে। কিন্তু হাঁটুর মারাত্মক ইনজুরির কারণে তিনি ২৮ বছর বয়সেই অবসর নেন এবং কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০০১ সালে গ্রেমিওকে ব্রাজিলিয়ান কাপ জেতানোর মাধ্যমে তিনি তার প্রথম সাফল্য পান। তবে সবার আগে ব্রাজিলের জন্য বড় পরীক্ষা এবার অলিম্পিক স্বর্ণ জয় করা। এবার ব্রাজিলের শহর রিও ডি জেনিরো আয়োজন করছে গ্রীষ্মকালীন অলিম্পিক। বিশ্বের সব বড় ফুটবল আসরের শিরোপাজয়ী সেলেসাওরা আজ পর্যন্ত জিততে পারেনি অলিম্পিক সোনা। এবার সুপারস্টার নেইমারকে দলে রেখে সেটা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। আগস্টে অনুষ্ঠিতব্য রিও অলিম্পিকে সোনা জয়ের মিশনে অবশ্য কোচের দায়িত্ব নিচ্ছেন মিকেল। তিনি বর্তমানে ব্রাজিল অনুর্ধ ২০ দলের দায়িত্ব পালন করছেন। আগামী ২৯ জুনের মধ্যেই ১৮ খেলোয়াড়ের অলিম্পিক দল চূড়ান্তভাবে গঠন করে ফিফার কাছে পাঠাতে হবে। তবে এর আগেই ৩৫ ফুটবলারের ও ১২ সদস্যের কোচিং স্টাফের একটি প্রাথমিক দল ফিফার কাছে দিতে হবে বলে জানিয়েছে সিবিএফ।
×