ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাল দেশব্যাপী বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১৪, ১৭ জুন ২০১৬

কাল দেশব্যাপী বিএনপির  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ সাঁড়াশি অভিযানের নামে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছেÑ অভিযোগ এনে এর প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালন করবে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচী ঘোষণা করেন। সেই সঙ্গে গণগ্রেফতার বন্ধে তিনি উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করেন। শনিবার সকাল ১০টায় রাজধানীতে ঢাকা মহানগর বিএনপি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিক্ষোভ সমাবেশ করবে বলেও রিজভী জানান। রিজভী বলেন, গণগ্রেফতারের নামে নিরীহ ও নিরপরাধ মানুষকে হয়রানি আর বাণিজ্য করা হচ্ছে। থানা চত্বর এবং কারাগার ফটকের বাইরে দেখা যায় নিরীহ বন্দীদের হাজার হাজার আত্মীয়স্বজনের আহাজারি। সরকারের সমালোচনা করে রিজভী বলেন, এ সরকারের আমলেই কারাগারে বন্দী জঙ্গীরা পুলিশের সহায়তায় পালিয়ে যেতে সক্ষম হয়। বিএনপি সরকারের আমলে যে জঙ্গীদের ধরে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, তাদের অনেককে এ সরকারের আমলে মুক্তি দেয়া হয়েছে। কারাগার থেকে অনেক জঙ্গী হত্যার নির্দেশ পাঠায় উল্লেখ করে তিনি বলেন, অনেক দুর্ধর্ষ জঙ্গী জেলের ভেতর থেকেই মানুষ হত্যার নির্দেশনা পাঠায়। রিজভী অভিযোগ করেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বস্তি দেয়। কারণ দেশ অস্থিতিশীল থাকলে তার টিকে থাকা নিশ্চিত হয়। তিনি বলেন, জঙ্গী ও সন্ত্রাস দমনের নামে সাঁড়াশি অভিযান চালিয়ে সরকার দেশকে জঙ্গীদের কারখানা হিসেবে প্রমাণ করেছে। জঙ্গী দমনের নামে সারাদেশে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৫ হাজার লোককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ছয় দিনে সাঁড়াশি অভিযানে সারাদেশে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২ হাজার ৬৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ গণগ্রেফতার একাত্তরের ভয়াল পঁচিশে মার্চের রাত থেকে শুরু হওয়া অপারেশন সার্চলাইটের কথাই মনে করিয়ে দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ বিএনপির সিনিয়র নেতা এ্যাডভোকেট আহমেদ আযম খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান প্রমুখ। খালেদা জিয়ার নিরাপত্তা সমন্বয়ক কর্নেল (অব) মজিদই ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা সমন্বয়ক লে. কর্নেল (অব) আবদুল মজিদই। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে মর্মে কোন কোন সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক গুঞ্জন শুরু হয়। বিএনপি কার্যালয় থেকে জানানো হয় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা সমন্বয়ক লে. কর্নেল (অব) আবদুল মজিদ নিয়মিতই ডিউটি পালন করছেন। জানা যায়, ১ জুন লে. কর্নেল (অব) আবদুল মজিদ সিঁড়িতে পিছলে পড়ে পায়ে ব্যথা পান। সেই থেকে বাসায় চিকিৎসারত ছিলেন। তার অনুপস্থিতিতে গুজব ও খবর প্রচারিত হয় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। কিন্তু বুধবার থেকে তিনি তার দায়িত্ব পালন করছেন।
×