ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সার্টিফিকেট ছাড়াই মাছ নেবে ইইউ

প্রকাশিত: ০৪:০১, ১৭ জুন ২০১৬

সার্টিফিকেট ছাড়াই মাছ নেবে ইইউ

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে মৎস্যের গুণগতমানে সন্তোষ প্রকাশ করে কোন সার্টিফিকেট ছাড়াই মাছ রফতানিতে তাদের সম্মতি জানিয়েছে। বৃহস্পতিবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে বেগম মাহজাবীন খালেদের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এসব কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। তিনি জানান, বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানির ক্ষেত্রে সংশ্লিষ্ট আমদানিকারক দেশের চাহিদা অনুযায়ী মাছের গুণগত মান নিশ্চিতকরণের পর তা রফতানি করা হয়ে থাকে। এক্ষেত্রে মৎস্য অধিদফতরের আওতায় মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দফতরসমূহ পণ্যের গুণগত মান নিশ্চিতকরণের কাজে নিয়োজিত রয়েছে। মন্ত্রী জানান, সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে মৎস্যের গুণগতমান নিশ্চিতকরণের বিষয়ে গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে। -অর্থনৈতিক রিপোর্টার গাড়ি নির্মাণে বিনিয়োগ করবে জেনারেল মোটরস বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানানসই গাড়ি নির্মাণে পরীক্ষা-নিরীক্ষার কাজে কানাডায় ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের একেক অঞ্চলের আবহাওয়া একেক রকম। পরিবেশও আলাদা। সেসব অঞ্চলের জন্য আলাদা মডেলের গাড়ি দরকার। এ জন্য এর পরীক্ষা-নিরীক্ষার কাজে কানাডার শীতল আবহাওয়া কেন্দ্র কাপুসকাসিংয়ে এ অর্থ বিনিয়োগ করা হবে। একইসঙ্গে চালকবিহীন গাড়ির গবেষণা ও উন্নয়ন কাজে দেশটিতে আরও ৭০০ প্রকৌশলী নিয়োগ দেয়ার কথা জানিয়েছে জিএম। জেনারেল মোটরসের ভাইস প্রেসিডেন্ট মার্ক রিউজ (গ্লোবাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট, পার্চেজিং ও সাপ্লাই চেন) বলেন, আমাদের গাড়ির মান উন্নয়নের জন্য কানাডাকে উপযুক্ত স্থান বলে মনে করছি। -অর্থনৈতিক রিপার্টার
×