ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবারও বাড়ল সোনার দাম

প্রকাশিত: ০৪:০১, ১৭ জুন ২০১৬

আবারও বাড়ল সোনার দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। বাজেট ঘোষণার পর প্রথমবারের মতো সোনার দাম বাড়ানো হলো। নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি সোনায় সর্বনিম্ন ৭০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত বেড়েছে। আগামীকাল শনিবার থেকে সারাদেশে নতুন এ দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪৭ হাজার ১২২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ২৩ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬০৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ২৬ হাজার ৮২৭ টাকা। আর প্রতিভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ১৬৬ টাকা। নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনায় ১ হাজার ২২৫ টাকা এবং ২১ ক্যারেট সোনায় ১ হাজার ১৬৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনায় ৯৯১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার ৭০০ টাকা আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৫৮ টাকা বেড়েছে। আজ শুক্রবার পর্যন্ত প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ভাল মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৭ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৬ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ২৬ হাজার ১২৭ টাকা। আর প্রতিভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ১০৮ টাকা বিক্রি হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সভাপতি কাজী সিরাজুল ইসলাম জানান, আসলে আমাদের দেশের সোনার দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারেও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বেক্সিমকো ফার্মা ৫ বছরে ১ বিলিয়ন ডলার ওষুধ রফতানি করতে চায় অর্থনৈতিক রিপার্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মা লিমিটেড আগামী ৫ বছরে ১ বিলিয়ন ডলার ওষুধ রফতানি করতে চায়। বৃহস্পতিবার কোম্পানিটির কুয়েতে ওষুধ রফতানি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এ কথা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোঃ এএইচ হায়াত, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন, প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজাসহ উর্ধতন কর্মকর্তারা।
×