ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফেডারেশন কাপ ফুটবল ব্রাদার্সের কাছে শেখ জামালের হার

প্রকাশিত: ০৮:২০, ১৬ জুন ২০১৬

ফেডারেশন কাপ ফুটবল ব্রাদার্সের কাছে শেখ জামালের হার

স্পোর্টস রিপোর্টার ॥ অবাক ব্যাপার, এক দল জিতেও অখুশি, আরেক দল হেরেও খুশি! ‘ওয়ালটন ফেডারেশন কাপ’ ফুটবল আসরে দুই দলেরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচটি ছিল গ্রুপসেরা নির্ধারক ম্যাচ। তাতে শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডকে নাটকীয়ভাবে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ম্যাচের ৭০ মিনিটে ইয়াসিন খানের দেয়া গোলে জামাল এগিয়ে গেলেও ৮২ ও ৮৩ মিনিটে হাইতিয়ান মিডফিল্ডার অগাস্টিন ওয়ালসনের জোড়া গোলে ম্যাচ জিতে নেয় ব্রাদার্স। উভয় দলের সাদামাটা খেলা দেখে মনে হয়েছে শেখ জামাল হারতে চেয়েছে আর ব্রাদার্স জিততে চায়নি! কারণ একটাইÑ কেউই যে কোয়ার্টারে ঢাকা আবাহনীর মুখোমুখি হতে রাজি নয়! কিন্তু ইচ্ছে না থাকলেও জিতে আবাহনীরই মুখোমুখি হতে হচ্ছে ব্রাদার্সকে। আর জামাল কোয়ার্টারে পাচ্ছে তুলনামূলক কম শক্তিধর প্রতিপক্ষ আরামবাগকে। শেখ জামালের আবাহনীকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। এবারের স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিতে আবাহনীর কাছে ৬-০ গোলে শোচনীয়ভাবে হেরেছিল জামাল। নিজেদের দ্বিতীয় ম্যাচে এটা জামালের প্রথম হার। আগের এক জয়ে (৬-২, বিপক্ষ উত্তর বারিধারা) মোট ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের রানার্সআপ হলো এই আসরের গত দুই বারের শিরোপাধারী (মোট তিন বার চ্যাম্পিয়ন) জামাল। পক্ষান্তরে সমান ম্যাচে এটা ব্রাদার্সের টানা দ্বিতীয় জয়। তাদের পয়েন্ট ৬। ফলে এ আসরের দু’বারের চ্যাম্পিয়ন (১৯৯১ ও ২০০৪) ব্রাদার্স হয়েছে গ্রুপসেরা। প্রথম ম্যাচে বারিধারাকে ১-০ গোলে হারিয়েছিল গোপীবাগের দলটি।
×