ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জে বাস চাপায় এসআইসহ নিহত ৪

প্রকাশিত: ০৮:০৯, ১৬ জুন ২০১৬

না’গঞ্জে বাস চাপায় এসআইসহ নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৫ জুন ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। এতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক এসআইসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- এসআই কামরুল ইসলাম (২৫), পথচারী আলী আহম্মেদ (৫৫), আঃ হালিম (৩৫) ও খোরশেদ (৩৫)। এ ঘটনায় আরও ২০ পথচারী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি কর হয়েছে। এর মধ্যে ৫-৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লাগামী ঢাকা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এসআই কামরুল ইসলামের মোটরসাইকেলকে চাপা দিয়ে ফুটপাথে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এসআই কামরুল ইসলাম, পথচারী আলী আহম্মেদ ও আঃ হালিম নিহত হয়। খোরশেদকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় শুভেচ্ছা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় বলে জানায়। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়। আহতরা হলো- আহসান হাবিব, মিতু, কবীর, ইলিয়াস গাজী, শামসুন নাহার, তামিম, শ্রী তপু, আব্দুল কাদের, আসাদ, কাউসার, সাইদুজ্জামান, অলিউল্ল্যাহ, মিজানুর রহমান, রহিম, হমায়ুন কবীর ও শাহিনা। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর শত শত লোক লাশ দেখতে কাঁচপুর হাইওয়ে থানায় ভিড় করে। এ সময় নিহতের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। গজারিয়া থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, নিহত এসআই কামরুল ইসলাম মুন্সীগঞ্জের গজারিয়া থানা থেকে সদ্য বদলি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বুধবার যোগদান করে মোটরসাইকেলযোগে গজারিয়ায় ফিরছিলেন। তার পিতার নাম খোরশেদ আলী মাস্টার, গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার পূর্ব শিকার মঙ্গল এলাকায়। নিহত পথচারী আলী আহম্মেদের পিতার নাম মৃত তাজুল ইসলাম। গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা থানার পূর্ব মাইকা গ্রামে ও আঃ হালিমের পিতার নাম চাঁন মিয়া গাজী, গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কোনাহোরা গ্রামে। নিহত পথচারী খোরশেদের শুধু নাম জানা গেলেও তার পূর্ণ ঠিকানা জানা যায়নি। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান জানান, বাসের চাপায় এক এসআইসহ ঘটনাস্থলেই ৩ জন নিহত ও স্থানীয় হাসপাতালে রাতেই আহত আরও একজন মারা যায়। হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির লাশ তার আত্মীয়-স্বজনরা নিয়ে যাওয়ায় তার কোন পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৫-৬ জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×