ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আখাউড়া-লাকসাম রেল লাইন নির্মাণে চুক্তি

প্রকাশিত: ০৭:৫৫, ১৬ জুন ২০১৬

আখাউড়া-লাকসাম রেল লাইন নির্মাণে চুক্তি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-চট্টগ্রাম রেল লাইন সম্পূর্ণরূপে ডাবল লাইনে রূপান্তরিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত নতুন ৭২ কিলোমিটার রেল লাইন নির্মাণ চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার রেলভবনে রেলপথমন্ত্রীর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও তমা কনস্ট্রাকশন লিমিটেড এবং চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড কোম্পানি যৌথভাবে এই রেল লাইন নির্মাণ করবে। লুপ লাইনসহ মোট ১শ ৮৪ কিলোমিটার রেল লাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪ ’শ ৭৩ কোটি টাকা। এ সময় রেল সচিব মোঃ সালাউদ্দীন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন ও সংশ্লিস্ট তিনটি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×