ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুদ্রা পাচারের ঘটনায় এনবিআরের প্রথম মামলা

প্রকাশিত: ০৭:৫৪, ১৬ জুন ২০১৬

মুদ্রা পাচারের ঘটনায় এনবিআরের প্রথম মামলা

বিডিনিউজ ॥ তৈরি পোশাক রফতানির নামে ১০০ কোটি টাকা পাচারের অভিযোগে শহিদুল ইসলাম নামে এক গার্মেন্টস মালিকের বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ক্ষমতা পাওয়ার পর এটাই মুদ্রা পাচার প্রতিরোধ আইনের প্রথম মামলা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান। মুদ্রা পাচারের ঘটনাগুলো আগে দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত ছিল। কয়েক মাস আগে আইন সংশোধনের পর তা রাজস্ব বোর্ডের অধীনে আসে। ব্যবসায়ী শহিদুলের বিরুদ্ধে বুধবার বিকেলে মতিঝিল থানায় মামলাটি করা হয়। তিনি এসএন ডিজাইন লিমিটেডের মালিক। রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতার ঠিকানায় কারখানাটির অস্তিত্ব পাননি এনবিআর কর্মকর্তারা। শহিদুলের বাড়ির ঠিকানা উত্তরার ১২ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কে। মামলার এজাহারে বলা হয়েছে, শহিদুলের গার্মেন্টস প্রতিষ্ঠানটি ২০১০ থেকে ২০১৫ মেয়াদে পাঁচ বছরে ২৯৭টি চালান বিদেশে পাঠালেও রফতানির বিপরীতে কোন বৈদেশিক মুদ্রা দেশে আনেনি। মইনুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা গত ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে ৭টি চালানের কন্টেনার রফতানি করার প্রাক্কালে আটক করে। এরপর কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় ব্যাংকের ইএক্সপি ফর্ম ও এলসি জাল করে এসব কন্টেনার রফতানি করার চেষ্টা হয়েছে। কাস্টমসের এসাইকুডা সিস্টেম থেকে গত পাঁচ বছরের হিসেব নিয়ে দেখা যায় এর আগে ২৯০টি চালানের কন্টেনার রফতানি করেছে ব্যাংকের কাগজ জাল করে।
×