ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩৩, ১৬ জুন ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

১. প্রতিদিন প্রতি কেজি দৈহিক ওজনের- র. ২-৩ গ্রাম প্রোটিন গর্ভবতী মহিলাদের গ্রহণ করা উচিত রর. ৩-৪ গ্রাম প্রোটিন শিশুদের গ্রহণ করা উচিত ররর. ৩-৪ গ্রাম প্রোটিন শিশুদের গ্রহণ করা উচিত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. কোনিট দুর্বল এসিড? ক) সালফিউরিক এসিড খ) নাইট্রিক এসিড গ) সাইট্রিক এসিড ঘ) হাইড্রোক্লারিক এসিড ৩. পারপুরা অবস্থা সৃষ্টি হয় কোন রোগে আক্রান্ত হলে? ক) নিউমোনিয়া খ) হুপিং কাশি গ) ডেঙ্গুজ্বর ঘ) ব্লাড ক্যান্সার ৪. কি করলে সুতা তাড়াতাড়ি ক্ষুদ্র ও মিহি হয়? ক) কার্ডিং খ) স্পিনিং গ) কম্বিং ঘ) হেলকিং ৫. তিনটি মনোমার হলে উৎপন্ন পদার্থটি কয়টি মনোমার থাকবে? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৬. বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে কী বলে? ক) আলোক রশ্মি খ) প্রধান অক্ষ গ) লেন্সের দৈর্ঘ্য ঘ) গৌণ অক্ষ ৭. জৈব প্রকৃতির যৌগিক পদার্থ কোনটি? ক) প্রোটিন খ) সেলুলোজ গ) ভিটামিন ঘ) খনিজ লবণ ৮. প্রাকৃতিক তন্তু- র. অ্যাসবেস্টস রর. লিনেন ররর. ডেক্রন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৯. সুতি বস্ত্রের প্রধান সীমাবদ্ধতা কোনটি? ক) প্রসারণশীলতা খ) সংকোচনশীলতা গ) তাপ প্রসারাংকে ঘ) কম টেকসই ১০. বিশুদ্ধ পানির স্বাদ কেমন? ক) সামান্য মিষ্টি স্বাদ খ) সামান্য নোনতা স্বাদ গ) স্বাদহীন ঘ) সামান্য তেঁতোস্বাদ ১১. মাটির এসিডিটি প্রশমিত করেও উর্বরতা ফিরিয়ে আনে- র. চুন রর. সø্যাক লাইম ররর. চুনাপাথর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১২. শক্ত সাবান, তরল সাবান কি ধরনের পদার্থ থেকে তৈরি? ক) এসিড খ) ক্ষারক গ) প্লাস্টিক ঘ) কাচ ১৩. নিউক্লিক এসিড সৃষ্টিতে কোন রশ্মির ভূমিকা রয়েছে? ক) এক্স রশ্মি খ) গামা রশ্মি গ) অতি বেগুনি রশ্মি ঘ) বেগুনি রশ্মি ১৪. শুধুমাত্র পানিতে জন্মে কোন উদ্ভিদটি? ক) কলমি খ) হেলেঞ্চা গ) কেশরদাম ঘ) সিংগারা ১৫. শরীরে দৃঢ়তা আসা কি ধরনের পরিবর্তন? ক) শারীরিক খ) মানসিক গ) আচরণগত ঘ) অভ্যাসগত ১৬. ক্ষতিকর ধাতব পদার্থ হচ্ছে- র. পারদ রর. সিসা ররর. আর্সেনিক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৭. উক্ত রাস্তার অদৃশ্য বাঁক কত কোণে তে পারে? ক) ৬০০ খ) ৩০০ গ) ৯০০ ঘ) ১২০০ ১৮. পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমতে পারে- র. পানি ঘোলাটে হলে রর. পানিতে তেল, গ্রিজ ইত্যাদি উপস্থিত থাকলে ররর. শ্যাওলা জাতীয় উদ্ভিদ মরে গেল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. পানির অভাবজনিত রোগ কোনটি? ক) স্কার্ভি খ) রক্তশূন্যতা গ) রাতকানা ঘ) এসিডোসিস ২০. জঘঅ-এর গঠনে কোনটি অংশ নেয়? ক) রাইবোজ খ) ডি-অক্সিবাইবোজ গ) গ্লাইকোজেন ঘ) ফ্রুক্টোজ ২১. বিজ্ঞানী চার্লস ডারউইনের মতে- র. প্রতিটি জীব ও অত্যাধিক হারে বংশ বৃদ্ধি করে রর. প্রতিটি জীব অস্তিত্বের জন্য সংগ্রাম করে ররর. পৃথিবীতে কখনই দুইটি জীব অবিকল এক হয় না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২২. জলপাই দ্বারা আচারে কী এসিড থাকে? ক) বেকিং সোডা খ) সোডিয়াম বাইকার্বনেট গ) ভিনেগার ঘ) এসকরবিক এসিড ২৩. কোন পরিবর্তন দেখে সহজেই বোঝা যায় কারও সন্ধিঃকাল চলছে? ক) দৈহিক ও মানসিক খ) মানসিক ও শারীরিক গ) শারীরিক ও দৈহিক ঘ) মানসিক ও আচরণগত ২৪. ঢ়ঐ মান- র. ৭ এর সমান হলে দ্রবণ নিরপেক্ষ রর. ৭ এর কম হলে দ্রবণ ক্ষারীয় ররর. ৭ এর বেশি হলে দ্রবণ এসিডীয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর ২৫. তুলার আঁশ- র. সুতি বস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় রর. অণুবীক্ষণ যন্ত্রের নিচে আনলে নলের মতো দেখায় ররর. উৎপন্ন বস্ত্র গরমের দিনে ব্যবহার অনুপযোগী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৬. জেনোফেন প্রমাণ করেন- র. অতীত ও বর্তমান যুগের জীবদেহের গঠনে যথেষ্ট পার্থক্য রয়েছে রর. একটি শ্রেণীর অপর শ্রেণী থেকে উন্নত ররর. জীবদেহের আকার অপরিবর্তনীয় নয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭. দুইটি জীবের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকে কী বলে? ক) প্রকরণ খ) বিবর্তন গ) আবর্তন ঘ) অভিব্যক্তি সঠিক উত্তর ১. (ক) ২. (গ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (খ) ৬. (খ) ৭. (গ) ৮. (ক) ৯. (ঘ) ১০. (গ) ১১. (ঘ) ১২. (খ) ১৩. (গ) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (ক) ২১. (ঘ) ২২. (গ) ২৩. (ঘ) ২৪. (ঘ) ২৫. (ক) ২৬. (ঘ) ২৭. (ক)
×