ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রেড হট চিলি পেপারসের নতুন এ্যালবাম

প্রকাশিত: ০৭:২৭, ১৬ জুন ২০১৬

রেড হট চিলি পেপারসের নতুন এ্যালবাম

আশির দশকে যাত্রা শুরু করা রক ব্যান্ড ‘রেড হট চিলি পেপারস’ প্রকাশ করতে যাচ্ছে তাদের তাদের এগারোতম স্টুডিও এ্যালবাম। এ মাসের ১৭ জুন প্রকাশ পাবে তাদের সর্বশেষ এ্যালবাম ‘দ্য গেটওয়ে’। ১৯৮৪ সালে তাদের দলের নাম ‘দ্য রেড হট চিলি পেপারস’ এ্যালবামের মধ্য দিয়ে দলটির যাত্রা শুরু হয়। দলের প্রতিষ্ঠাতা এ্যান্টনি কিডিস জানিয়েছেন, তারা গভীরভাবে লেড জ্যেপলিন দ্বারা প্রভাবিত। এ কারণে জ্যেপলিনের সম্মানার্থে তার ‘দ্য ওসেন’ গানের মিউজিকের মধ্য দিয়ে শুরু হবে এ্যালবামের প্রথম গান ‘উই ট্রান রেড’। আগের মতোই দলের মূল ভোকালে আছে এ্যান্টনি কিডিস, বেস-পিয়ানো এবং সাইড ভোকালে আছে প্লিয়া, ড্রামস ও পার্কিউশনে আছে চ্যাড স্মিথ এবং জোস লিংহপার বাজিয়েছেন লিড গিটার। ব্যান্ড থেকে জানানো হয়েছে, তাদের মিউজিক প্রোডিউচার রিক রুনিস তাদের সঙ্গে নেই। তারা এ নতুন এ্যালবামটি তাকে উৎসর্গ করতে চায়। আনন্দকণ্ঠ ডেস্ক
×