ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সব ধরনের চরিত্রেই হ্যালি বেনেট

প্রকাশিত: ০৭:২৬, ১৬ জুন ২০১৬

সব ধরনের চরিত্রেই হ্যালি বেনেট

ফারহানা আদৃতা সম্প্রতি মুক্তি পেয়েছে ভিন্ন ধাঁচের একটি হলিউডি এ্যাকশন ছবি ‘হার্ডকোর হেনরি’। মস্কোর এক ল্যাবরেটরিতে দীর্ঘ অচেতন অবস্থা থেকে হেনরি জেগে জানতে পারে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেও সে এখন অর্ধেক মানব আর অর্ধেক রোবট। তার অতীত জীবনের কোন স্মৃতি নেই সব মুছে গেছে মাথা থেকে। স্টেল নামের এক তরুণী ল্যাবরেটরিতে তাকে সহযোগিতা করতে এগিয়ে আসে ওই সময়ে। আচমকা এক সন্ত্রাসী আক্রমণের শিকার হয় হেনরি এবং তার স্ত্রী স্টেল। সন্ত্রাসীরা স্টেলকে কিডন্যাপ করে নিয়ে যায়। হেনরি তখন তার আধা রোবট আধা মানব শরীর নিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে নামে। কিডন্যাপের শিকার স্ত্রী স্টেলকে উদ্ধারে মরণপণ লড়াই শুরু করে। এ রকম কাহিনী নিয়ে আবর্তিত এ্যাকশন ছবি ‘হার্ডকোর হেনরি’ ছবির প্রিমিয়ার হয়েছিল গত বছর টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে। যেখানে সবার উচ্চ প্রশংসা লাভ করে ছবিটি। এ ছবিতে হেনরির স্ত্রী স্টেল চরিত্রে অভিনয় করেছেন হলিউডি অভিনেত্রী হ্যালি বেনেট। ভাল গায়িকা হিসেবেও তার পরিচিতি রয়েছে। ২০০৭ এ রোমান্টিক কমেডি সিনেমা মিউজিক এন্ড লিরিকস’ এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে রূপালী পর্দায় তার অভিষেক হয়েছিল। যেখানে তার সঙ্গে ছিলেন হিউ গ্র্যান্ট এবং ড্রিউ ‘ব্যারিমোর এর মতো জনপ্রিয় দুই তারকা। ‘মিউজিক এ্যান্ড লিরিকস’ ছবিতে পপ ডিভা কোরা কোরম্যান এর ভূমিকায় হ্যালি বেনেটকে দেখা গিয়েছিল। যেখানে তিনি গানও গেয়েছিলেন স্বকণ্ঠে। অভিনয়ের পাশাপাশি হ্যালির গাওয়া গান বেশ সাড়া জাগায়। যদিও এর পর আরও কয়েকটি সঙ্গীতবহুল সিনেমা ‘প্যাসেজ’ এবং ‘আউট ল কান্ট্রি’ তে দেখা গেছে গায়িকার ভূমিকায়। তবে এখন তিনি নিজেকে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে ব্যস্ত রেখেছেন। এক সময়ে গায়িকা হিসেবে কনসার্টে পারফর্ম করেছেন হ্যালি বেনেট, তার গানের এ্যালবামও বেরিয়েছে। মাত্র ১০ বছর বয়স থেকে হ্যালি বেনেট অভিনয় শুরু করেছিলেন তখন তিনি স্কুলের ছাত্রী। স্কুলের নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকা-ে নিজেকে সম্পৃক্ত রাখতেন তিনি। এভাবেই পথ চলতে চলতে হলিউডে এসে পড়েন এক সময়ে। হলিউডে তার ক্যারিয়ার তরতর করে এগিয়েছে গত নয় বছরে। বিচিত্র স্বাদের ছবিতে বিভিন্ন ধরনের চরিত্রে তাকে দেখা গেছে। এর মধ্যে এ্যাকশন, কমেডি, মিউজিক্যাল, হরর সব ধরনের সিনেমাই রয়েছে। ২৮ বছর বয়সী হ্যালি বেনেট অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কলেজ’, ‘দ্য হান্টিং অব মলি হার্টলি,’ ‘মেরিলি এন্ড মি’, ‘প্যাসেজ’, ‘দ্য হোল’, ‘কাবুম’, ‘এ্যাকের্ডিয়া লস্ট’, ‘ডিপ পাউডার’, ‘আফটার দ্য ফল’, ‘লস্ট হন হোয়াইট’ সিটি’, ‘দ্য ইক্যুলাইজার’ প্রভৃতি। নিজের অভিনয় জীবন নিয়ে হ্যালি বেনেটের মধ্যে কোন অতৃপ্তি কিংবা অসন্তুষ্টি নেই। তিনি বলেন, এ্যাকশন ড্রামা, ফ্যান্টাসি, রোমান্টিক সবধরনের রোলেই অভিনয় করে যাচ্ছি দর্শক সমালোচকদের প্রশংসা উচ্ছ্বাস আমাকে আরও বেশি আত্মবিশ্বাসী এবং আস্থাশীল করেছে। আমি চাই আগামী দিনগুলোতে নিজেকে আরও পরিপক্ব করে তুলতে।’ হ্যালি বেনেট অভিনীত আগামী ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ওয়েটলেস’, ‘থ্যাংক ইয়্যু ফর ইয়্যুর সার্ভিস’, এবং ওয়ারেন বিটির নাম ঠিক না হওয়া ছবি। এ ছবিগুলো হলিউডে একজন সফল জনপ্রিয় অভিনেত্রী হিসেবে হ্যালি বেনেটের অবস্থানকে আরও উজ্জ্বল এবং শক্ত করবে সহজেই ধারণা করা যায়। কারণ প্রতিটি ছবিতেই তিনি আসছেন ভিন্ন আঙ্গিকের বিচিত্র সব রোলে যেখানে সুঅভিনয়ের প্রচেষ্টা চালিয়েছেন তিনি আন্তরিকভাবেই। একজন সব্যসাচী অভিনেত্রী হিসেবেই নিজের পরিচিতি ছড়িয়ে দিতে আগ্রহী হ্যালি বেনেট।
×