ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আরিফিন শুভর ‘নিয়তি’

প্রকাশিত: ০৭:২৫, ১৬ জুন ২০১৬

আরিফিন শুভর ‘নিয়তি’

রুহুল আমিন ভূঁইয়া আরিফিন শুভ বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা এবং টিভি অভিনয়শিল্পী। বিনোদন জগতে পা রাখেন মডেলিং দিয়ে। পরবর্তীতে কাজ করেন নাটকে। আরিফিন শুভ জাগো চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রের ভুবনে পা রাখেন। তিনি একজন খলনায়ক হিসেবে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে শাকিব খান ও জয়া আহসানের সঙ্গে অভিনয় করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শক মহল থেকে ব্যাপক প্রশংসা পান। ২০১৪ সালে ইফতেখার চৌধুরীর অগ্নি, শাহাদাত হোসেন লিটনের মন বোঝেনা, মুহম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাঁটা, ও আশিকুর রহমান পরিচালিত কিস্তিমাত চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিলে মন, ও ওয়ার্নিং চলচ্চিত্রে কাজ করেন। ছুঁয়ে দিলে মন চলচ্চিত্র দর্শকদের ব্যাপক সাড়া পায় ও এই চলচ্চিত্রের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) বিভাগে তারকা জরিপ পুরস্কার অর্জন করেন ও সমালোচক পুরস্কারের জন্য মনোনীত হন। পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেন। মিস্টার কুকিজের বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করেন নুসরাত ফারিয়া মাজহার, যমুনা গ্রুপের বিজ্ঞাপনে নাদিয়া নদী ও প্রাণ আপের বিজ্ঞাপনে পরীমনি। ২০১৬ সালে তিনি আশিকুর রহমান পরিচালিত মুসাফির ও অনন্য মামুন পরিচালিত অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করেন। এ ছায়াও দ্বীপঙ্কর দীপন পরিচালিত পুলিশ অ্যাকশন থ্রিলার ঢাকা এ্যাটাক চলচ্চিত্রে কাজ করছেন ও বাংলাদেশের প্রথম এ্যানিমেশন চলচ্চিত্র ডিটেকটিভ-এ একটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন। এবং বহুজাতিক কোম্পানির লেদারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘বলা যায়, প্রায় এক বছর পর নতুন বিজ্ঞাপনে কাজ করছি। সত্যি বলতে কি আমার ছোটপর্দার দর্শকের কাছাকাছি থাকার জন্যই বিজ্ঞাপনে কাজ করি। নতুন বিজ্ঞাপনটির কনসেপ্ট খুব ভাল লেগেছে। আরিয়ানের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করি ভাল একটি কাজ উপহার দিতে পারব দর্শকদের। আরিফিন শুভ ২০১৫ সালে অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেন। অর্পিতা সমাদ্দার পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। গত ১০ জুন কলকাতায় ৮৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আরিফিন শুভর নিয়তি ছবিটি। আরেফিন শুভ ও জলি অভিনীত ‘নিয়তি’ ছবির গান মুক্তি পায় ইউটিউবে। মুক্তি পাওয়ার পরই অনেক সাধনার পরে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছ। অনেক সাধনার পরে (ভিডিও) পুরনো গানের রিমেক মানে নতুন সময়ের আলোয় নতুন করে পরিচয় করিয়ে দেয়া। পুরনোকে উতরে যাওয়া নয়। তেমনটা হলো ‘নিয়তি’ সিনেমার ‘অনেক সাধনার পরে’ গানে। কলকাতার স্যাভির সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও ইমরান মাহমুদুল। জাকির হোসেন রাজুর পরিচালনায় অভিনয় করেছেন আরিফিন শুভ ও জলি। ভারতের হায়দরাবাদে গানটির দৃশ্যায়ন হয়েছে। গানের মেজাজের সঙ্গে দৃশ্যায়ন ও শুভ-জলির অভিব্যক্তি যে কোন শ্রোতারই ভাল লাগবে। জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় কলকাতার সঙ্গীতায়োজকরা কাজ করেন। তাদের বেশির ভাগ গানই ওই দেশের প্রচলিত গানের ধাঁচে করা। কথা-সুওে বৈচিত্র্য নেই বলে গানগুলো জনপ্রিয়তাও পাচ্ছে না। ‘অনেক সাধনার পরে’র মাধ্যমে আশা করি তারা বাংলাদেশী গানের টেস্ট বুঝতে পারবেন। পুরনো গানের সঙ্গে কোনো ধরনের তুলনা না করে বোঝা যায় ‘অনেক সাধনার পরে’ একটি সফল রিমেক। যা সিনেমাটির উচ্চতাকে অনেক বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ন্যানসি গায়কীর গভীরতা তুলনাহীন। ‘অনেক সাধনার পরে’ মূল গানটি স্থান পেয়েছিল ১৯৯৮ সালে মুক্তি পাওয়া মহাম্মদ হান্নানের ‘ভালবাসি তোমাকে’ চলচ্চিত্রে। কণ্ঠ দিয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। অভিনয় করেছিলেন শাবনূর-রিয়াজ। নিয়তি ছবির প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজ। সাদা শুভ্র দাড়ি, হাতে ছড়ি, গায়ে সফেদ পাঞ্জাবি, কাশ্মীরী শাল, বয়স ৭০ পেরিয়ে- সাদা দৃষ্টিতে একজন বৃদ্ধ মানুষ। চোখ দেখে প্রশ্ন জাগে চেনা চেনা লাগছে? ইনি আরিফিন শুভ। প্রথমবারের মতো বয়সী মানুষের ভূমিকায় তিনি হাজির হবেন নতুন এই ছবিতে। তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন জলি। এ ছাড়া আরও আছেন, ঈশানী, মৌসুমী সাহা ও সুপ্রিয় দত্ত। কলকাতায় শুভ জলির সফল মিশন। ‘নিয়তি’ ভারতীয় দর্শকের কাছে প্রত্যাশানুযায়ী সাড়া ফেলেছে বলে জানালেন চলচ্চিত্রটির বাংলাদেশী অংশীদার জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। সাম্প্রতিক সময়ে জাজ মাল্টিমিডিয়ার উদ্যোগে যৌথ প্রযোজনা ঢাকায় ডাল-ভাত হয়ে গেছে। যার অনেক সমালোচনার মধ্যে অন্যতম- ওইসব সিনেমায় বাংলাদেশের নায়কদের সুযোগ দেয়া হচ্ছে না। সেদিক থেকে আরিফিন শুভ হয়েছেন যৌথ প্রযোজনার নতুন পর্যায়ে প্রথম নায়ক- যার ছবি কলকাতায় মুক্তি পেয়েছে। তবে আরিফিন শুভ জানান বাংলাদেশে কবে মুক্তি পাবে তা এখন ও ঠিক হয়নি।
×