ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ দুই নারীসহ টেঁটাবিদ্ধ ১৪

প্রকাশিত: ০৭:২২, ১৬ জুন ২০১৬

আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ দুই নারীসহ টেঁটাবিদ্ধ ১৪

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৫ জুন ॥ আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুই মহিলাসহ ১৪ জন টেঁটাবিদ্ধ হয়েছে। সদর উপজেলার দুর্গমচর এলাকার নজরপুর গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের মিয়াবাড়ি ও বক্সিবাড়ি নামে দু’গোষ্ঠীর সঙ্গে প্রতিপক্ষ কাদিলাবাড়ি ও ফকিরবাড়ি নামে অপর দু’গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ, মামলা চলে আসছে। ঘটনার দিন দুপুরে কাদিলাবাড়ির লাঠিয়াল গোষ্ঠী প্রতিপক্ষ মিয়াবাড়ি ও বক্সিবাড়ি লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের দুই মহিলাসহ ১৪ জন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরানীগঞ্জে দুই ইটভাঁটিকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৫ জুন ॥ কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ইটভাঁটিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার মঠবাড়ি বিলবাঘৈর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ দ-াদেশ দেয়। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত ‘মোখলেছ এন্টারপ্রাইজ’কে ৩০ হাজার টাকা ও ‘অষ্টদোনা ব্রিক ফিল্ড’কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ১০ হাজার টাকা ডিসকাউন্ট নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ জুন ॥ ১৪ হাজার ৯শ’ টাকা দামের মোবাইল ফোন কিনে ১০ হাজার টাকাই ডিসকাউন্ট পেয়েছেন এক ব্যক্তি। সৌভাগ্যবান এ ব্যক্তি হচ্ছেন মানিকগঞ্জের সাটুরিয়ার মাল্চি গ্রামের সাদ্দাম হোসেন। বুধবার সকালে সাদ্দাম সাভার সিটি সেন্টারের ৪র্থ তলায় ‘স্যামসাং’ এর শো-রুম (তমা ইলেক্ট্রনিক্স) থেকে ‘জে-৩’ মডেলের মোবাইলটি ক্রয় করে এ ডিসকাউন্ট পান বলে জানান শো-রুমটির মালিক নাজমুল হুদা চৌধুরী। বন্যা বিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৫ জুন ॥ শেরপুরে ভূমিকম্প ও বন্যা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম জিয়াউল ইসলাম ও সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
×